CultureBreaking News
আলহীরা ন্যাশনাল স্কুলে সাংস্কৃতিক ও ক্রীড়া উতসবCultural & Sports Fest at Al-Hira National School
৬ মার্চঃ শেষ হল বদরপুর আলহীরা ন্যাশনাল স্কুলের সপ্তাহব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া উৎসব। সমাপ্তি অনুষ্ঠান ছিল মঙ্গলবার। এতে মুখ্য অতিথি ছিলেন কাছাড়-মিজরামের দায়িত্বে থাকা বিএসএফের ডিআইজি এম এল গর্গ। সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হাবিবুর রহমান। তাছাড়া, স্কুল পরিচালন সমিতির কর্মকর্তা, শিক্ষক-অশিক্ষক কর্মচারী ও পড়ুয়ারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এদিন ক্রীড়া ও সাংস্কৃতিক পর্বে অংশ নেওয়া কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি স্মারক উপহার দিয়ে সম্মান জানানো হয় শিক্ষক-শিক্ষিকাদেরও। সে সঙ্গে স্কুলের বিকাশে সারাবছর বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য বেশ কয়েকজনকে সম্মাননা দেওয়া হয়।
ডিআইজি এম এল গর্গ এধরনের প্রেরণাদায়ক উদ্যোগ নেওয়ার জন্য স্কুল কতৃপক্ষকে সাধুবাদ দেন। ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। বলেন, নিজের প্রতিষ্ঠা, শিক্ষাকে দেশ ও সমাজের কাজে লাগাতে পারলে তবেই সার্থকতা আসবে। এদিন স্বচ্ছ ভারত নিয়েও কথা বলেন ডিআইজি গর্গ। তাঁর কথায়, সুস্থ ও সুন্দর সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্যই এমন প্রকল্প হাতে নিয়েছে সরকার। আর আমাদের স্বচ্ছ ভাবনায় এটাকে বাস্তব রূপ দিতে পারে। রোজকার জীবনে স্বচ্ছতা নিয়ে প্রত্যেকের সচেতন হওয়া চাই। তবেই এই অভিযান সফল হবে। বিশুদ্ধ পানীয় জলের জন্য নদী সহ প্রতিটি জলাশয়কে আবর্জনা মুক্ত রাখার ওপরে গুরুত্ব দেন এমএল গর্গ।
শিক্ষিত হওয়ার পাশাপাশি পড়ুয়াদের সঠিক মানুষ হওয়ার কথা বলেন হাবিবুর রহমান। আরও বলেন, শিক্ষার যথার্থ মূল্যায়ন হবে তখনই, যখন আমজনতার স্বার্থে তার ব্যবহার হবে। এককথায়, প্রতিষ্ঠার সঙ্গে মানবিক দৃষ্টিভঙ্গি থাকা আবশ্যক। অনুভূতি প্রকাশ করেন অন্যরাও। শুরুতে ছিল যোগাসন প্রদর্শনী। অতিথি বরণের পর হয় অনুষ্ঠানের সূচনা। সঞ্চালনায় ছিলেন স্কুলের অধ্যক্ষ রফিকুল ইসলাম।