Barak UpdatesBreaking News
গায়ে আগুন দিয়ে আত্মহত্যা বাচিক শিল্পী মিহিরেশ দাসের
Cultural activist Mihiresh Das commits suicide

২৮ মার্চঃ আত্মহত্যা করলেন বাচিক শিল্পী মিহিরেশ দাস। বৃহস্পতিবার কাকভোরেে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন শিলচরের শহরের পরিচিত আবৃত্তিকার, সংস্কৃতিকর্মী, আকাশবাণীর অস্থায়ী ঘোষক মিহিরেশ। তাঁর অকাল প্রয়াণে শহরের সংস্কৃতি-সাহিত্য মহলে শোকের ছায়া নেমে আসে। শোকস্তব্ধ মালুগ্রাম, ঘনিয়ালা অঞ্চলের সর্বস্তরের মানুষ। সহজসরল, নিরীহ প্রকৃতির এই শিল্পী কিছুদিন ধরে বসন্তরোগে ভুগছিলেন। বাড়িতেই পৃথক ঘরে ঘুমোতেন। সকালে আগুনের যন্ত্রণায় হইচই জুড়লে বাড়ির অন্যদের ঘুম ভাঙে। তখন আর কিছু করার ছিল না। ঘটনাস্থলেই মৃত্যু হয় মিহিরেশের। পরে ময়না তদন্তের জন্য তাঁর দেহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়।
মিহিরেশের পড়াশোনা কাছাড় হাই স্কুলে। পরে কাছাড় কলেজ থেকে বিএ পাশ করেন।
কেন আত্মহত্যা করলেন এই প্রতিভাবান শিল্পী? তা নানা প্রশ্নের গর্ভে। বসন্তের যন্ত্রণায় কি কেউ আত্মহত্যা করতে পারে? তিনি গত পুর নির্বাচনে কংগ্রেস টিকিটে ২ নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তখন তিনি বেশ কিছু টাকা ঋণ করেছিলেন। এও কি কারণ হতে পারে? না কি পেছনে রয়েছে আরও অন্য কিছু, চলছে চুলচেরা বিশ্লেষণ। পুলিশও তদন্তে নেমেছে
গত ২৪ মার্চ ফেসবুকে লিখেছিলেন, আজ দুপুর থেকে আমি বসন্ত রোগে আক্রান্ত।
English text here