Barak Updates

৫৫ হাজার কনস্টেবল নেবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ ফোর্স, করিমগঞ্জে সহায়তা বুথ
CAPF to take 55,000 constables; help booth set up at Karimganj

৩১ আগস্টঃ ৫৪ হাজার ৯৫৩জন কনস্টেবল নিচ্ছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ ফোর্স। তাঁদের মধ্যে ৭ হাজার ৬৪৬টি পদ মহিলাদের জন্য সংরক্ষিত।আবেদন করা যাবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

Rananuj

নিযুক্তির পর তাদের পাঠানো হবে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, আসাম রাইফেলস, সশস্ত্র সীমা বল, ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি এবং সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্সে।

প্রত্যন্ত এই অঞ্চলের যুবকরা যাতে ঠিকঠাক আবেদন করতে পারে, সে জন্য সহায়তা বুথ খুলছে বিএসএফ। বরাক উপত্যকার একমাত্র বুথটি হচ্ছে করিমগঞ্জ জেলার মাইজডিহিতে, বিএসএফের ব্যাটেলিয়ন সদরে। ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৫টা পর্যন্ত এই বুথ খোলা থাকবে। আবেদন সংক্রান্ত যে কোনও তথ্য সেখানে জানা যাবে। থাকবে অনলাইনে আবেদন পত্র পূরণের সুবিধে। আগ্রহীরা নথিপত্র পরীক্ষা সেরে সেখান থেকেই আবেদন পত্র জমা করতে পারবেন। পরে তাদের প্রয়োজনীয় টিপস দেওয়া হবে। তাদের তত্ত্বাবধানে কিছুদিন শারীরিক কসরতও শেখানোরও উদ্যোগ নিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী।

বরাক উপত্যকা ছাড়াও মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডেও সহায়তা বুথ খোলা হয়েছে। বিএসএফ কর্তাদের বক্তব্য, জঙ্গি উপদ্রুত এবং প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েদের অনেকের মধ্যেই এই ধরনের চাকরিতে যোগদানের যাবতীয় যোগ্যতা থাকে, কিন্তু অজ্ঞতার দরুন আবেদনের সুযোগ পান না তাঁরা। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কেও তাঁদের জানা থাকে না। তাঁদের কথা ভেবেই বিএসএফের এইসব সহায়তা কেন্দ্র।

সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সহায়তা কেন্দ্রের মাধ্যমে আবেদন পত্র পূরণ বা নিযুক্তি সংক্রান্ত প্রশিক্ষণের জন্য কোথাও কোনও মাশুল দিতে হবে না।

31 August: Central Armed Police Force (CAPF) will fill up 54,953 posts of constables, out of which 7,645 posts are reserved for female. The last date for submitting application is 20 September. Once appointed, they would be sent to BSF, CRPF, ITBP, CISF, Assam Rifles, NIA and Secretariat Security Force.

In this regard BSF has set up help booth so that the aspiring youth of this interior region can apply properly. The only help booth opened in this valley is at BSF Battalion headquarter at Maijdihi in Karimganj district. The booth will remain open till 5 PM on 20 September. Any information related to this matter can be sought from the help desk. There will be facility for online application also. Interested candidates after verifying the testimonials can also submit the application in the booth. The help booth will also provide other important tips related to the post advertised for. BSF has also taken the initiative to give training in physical exercise.

Apart from Barak Valley, help booths have also been opened in Manipur, Mizoram and Nagaland. BSF sources have informed that young aspirants from this part of the country though have quality but fail to get jobs in armed forces due to lack of proper information. Keeping in view this important aspect, BSF has opened this help desk in Barak Valley. BSF has informed that for applying through the help booth the candidates.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker