Barak UpdatesBreaking News

১৯ লক্ষ এনআরসি ছুটের নথি ফের পরীক্ষা হোক, বিক্ষোভ প্রদর্শনে দাবি সিআরপিসিসি-র
CRPCC raises demand to re-verify the documents of 19 lakh persons excluded from NRC

৮ সেপ্টেম্বর : শিলচর ক্লাব রোডের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে শনিবার বিকেলে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে সিআরপিসিসি। এনআরসি ছুট ১৯ লক্ষ নাগরিকের নথি ফের পরীক্ষা করা, এনআরসি ছুট সমস্ত নাগরিকের নাগরিকত্বের অধিকার কর্তন না করা, অখণ্ড ভারতের সব নাগরিকের নাম এনআরসি’র চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা ইত্যাদি দাবিতে বিক্ষোভ দেখানো হয় । এই কার্যসূচিতে অংশগ্রহণ করেন অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, সাধন পুরকায়স্থ, কিশোর ভট্টাচার্য, সীমান্ত ভট্টাচার্য, মানস দাস, অধ্যাপক অজয় রায়, সুব্রত চন্দ্র নাথ, পরিতোষ দত্ত, আশীষ চৌধুরী, ইমাদ উদ্দিন বুলবুল, লুৎফর রহমান বড়ভুঁইয়া, ভবতোষ চক্রবর্তী, প্রদীপ কুমার দেব, মাধব ঘোষ প্রমুখ ।

Rananuj

অধ্যাপক তপোধীর ভট্টাচার্য বলেন, আসামে একটি যুদ্ধ চলছে। ভারতের সংবিধান প্রদত্ত নাগরিক অধিকারগুলো আসামে কার্যকর হয় না। গত ৩১ সেপ্টেম্বর প্রকাশিত অতিরিক্ত এনআরসি তালিকায় দেখা গেল গোটা পরিবারের মধ্যে একজন নাগরিকত্বের অধিকার পেল না বাকিরা পেয়ে গেল। তিনি এও বলেন, যারা এতদিন এনআরসিকে জাতীয় দলিল বলে আস্ফালন করছিলেন, তারা এখন বলছেন ১৯৭১ সালকে ভিত্তিবর্ষ করলে চলবে না, ১৯৫১ সালকে ভিত্তিবর্ষ করতে হবে। এইসব চক্রান্তের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সাধন পুরকায়স্থ বলেন, এনআরসি ছুটদের সংখ্যা ১৯ লক্ষ নয়, প্রায় ২৫ লক্ষ। ২০১৫ সালে প্রায় পাঁচ লক্ষ লোক আবেদন করেননি তাদের ছেলে মেয়েদের সংখ্যা নিয়ে কত হবে তা সহজেই বোঝা যাচ্ছে । যাদের নাম আসেনি, তাদের বেশিরভাগই হতদরিদ্র, তারা কী করে ট্রাইবুনালে মামলা লড়বে । তিনি এও বলেন, যেখানে হাইকোর্ট বছরে মাত্র ১২ হাজার মামলার নিষ্পত্তি করেন, সেখানে এই লক্ষ লক্ষ মামলা কত বছরে নিষ্পত্তি হবে। কিশোর ভট্টাচার্য বলেন, এনআরসি’র রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলার চক্রান্তে লক্ষ লক্ষ মানুষ নাগরিকত্ব হারানোর মুখে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker