Barak UpdatesBreaking News

ক্রেডিট কার্ড নিয়ে ব্যাঙ্কের বিরুদ্ধে মামলা
Credit Card forgery! case filed against Bank

‘আজীবন কার্ডের বৈধতার সুবিধা পেতে পর পর চারবার লেনদেন করুন।’ গ্রাহক সেবা আধিকারিকের এই কথা অনুযায়ী ক্রেডিট কার্ডে সাকুল্যে করেছেন ৪০০ টাকার লেনদেন। অথচ লক্ষাধিক টাকা প্যামেন্ট করার নোটিশ পেলেন কাটিগড়া তৃতীয় খণ্ডের নেওয়াজ উদ্দিন লস্কর। ৪৮৯৩৭৭২৪১৩৪৪৩৫৩৮ এই কার্ড নম্বরে ১ লক্ষ ২০ হাজার ৮১৪ টাকা ও পরে ৪৮৯৩৭৭xxxxxx৪৬৬ কার্ড নম্বরে ১ লক্ষ ৩২ হাজার ৪৬৮ টাকা ৯২ পয়সা মিটিয়ে দেওয়ার আইনি নোটিশ আসে।

নেওয়াজ উদ্দিন জানান গ্রাহক সেবা আধিকারিক পরিচয় দিয়ে প্রণালী সাহারিয়া ক্রেডিট কার্ড নেওয়ার জন্য ফোন করেন। না করা সত্ত্বেও ২০১৮-র ২৭ জুন ৪৮৯৩৭৭২৪১৩৪৪৩৫৩৮ নম্বরের কার্ড কোনোও তথ্য যাচাই না করেই ডাকযোগে পাঠানো হয়। এরপর শুধু ৪০০ টাকাই লেনদেন হয় সাহারিয়ার কথামতো। ১০০ টাকা করে পেট্রোল কেনা হয় চারবার। কিন্তু ৪৮৯৩৭৭xxxxxx৪৬৬ নম্বরের কার্ড সম্পর্কে পুরোটাই অন্ধকারে তিনি। ৪৮৯৩৭৭২৪১৩৪৪৩৫৩৮ নম্বরের কার্ডের পিন জেনারেট হয়েছে ২০১৮-র ১৮ জুলাই। অথচ, স্টেটেমেন্টে ১০,১১ ও ১৩ জুলাই ফ্লিপকার্ট থেকে লক্ষাধিক লেনদেনের হিসেব দেখানো হয়েছে। যা কি না পুরোপুরি ভুয়ো।

এইচডিএফসি ব্যাঙ্কের এই ক্রেডিটকার্ড স্টেটমেন্ট নিয়ে বর্তমানে মানসিকভাবে প্রচণ্ড শঙ্কিত নেওয়াজ উদ্দিন। এ ব্যাপারে সমাধান সূত্র চেয়ে এইচডিএফসি গুয়াহাটি, বদরপুর ও শিলচর শাখায় আবেদন-নিবেদন করেও কোনোও ইতিবাচক সাড়া পাননি। বরং এই প্রতারণার সঙ্গে সরাসরি না হলেও পরোক্ষভাবও ব্যাংকের জড়িত থাকার ব্যাপারটা সামনে স্পষ্ট ধরা পড়েছে। যার ফলে কোনোও রাস্তা না পেয়ে শেষপর্যন্ত আইনের দ্বারস্থ হয়েছেন নেওয়াজ। কাছাড়ের এসপিকে বিশদ জানিয়েছেন পুরঘটনা। সেসঙ্গে এইচডিএফসি ব্যাঙ্কের শিলচর শাখা ও চেন্নাইর কার্ড ডিভিশনকে অভিযুক্ত করে আইপিসি ৪২০ ধারায় এক মামলা দায়ের করেন নেওয়াজ। তদন্তের মাধ্যমে প্রতারক পাণ্ডাদের খুঁজে বের করে কড়া শাস্তির দাবি রাখেন নেওয়াজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker