Barak UpdatesBreaking News

CPM leader Kamdeb Das expired
সিপিএম নেতা কামদেব দাস প্রয়াত

১২ ফেব্রুয়ারি: প্রবীণ সিপিআই(এম) নেতা কামদেব দাসের  জীবনাবসান ঘটেছে।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।রেখে গেছেন এক ছেলে, দুই মেয়ে,জামাতা,নাতি-নাতনি ও অসংখ্য গুনমুগ্ধদের।প্রিয় নেতার মৃত্যু সংবাদ পেয়ে তাঁর রাকেশনগরের বাড়িতে ছুটে আসেন বিভিন্ন অংশের অসংখ্য মানুষ।আসেন সিপিআই(এম) ও গণসংগঠনের নেতা-কর্মীরা।

প্রয়াতের মরদেহ লাল পতাকায় ঢেকে ফুলে মালায় শ্রদ্ধা জানানো হয়। তিনি জেলায় খুবই জনপ্রিয় নেতা ছিলেন।কৃষক ও মৎস্যজীবী আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।কামদেব দাস পেশায় ডাক্তার ছিলেন।আজীবন আর্ত মানুষের সেবা করে গেছেন। শিক্ষার প্রসারে তিনি রাকেশনগরে উচ্চতর মাধ্যমিক স্কুলের জমি দান করেছিলেন।তাঁর বাবা প্রয়াত মহাদেব দাসের নামে স্কুলের নামকরণ করা হয়েছে।

তিনি ১৯৮০ সালে সাধারণ নির্বাচনে করিমগঞ্জ সংসদীয় আসনে সিপিআই(এম) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।পরবর্তীতে বদরপুর বিধানসভা ও রাতাবাড়ি বিধানসভা আসনে বিধায়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাকেশনগর এলাকায় উদ্বাস্তুদের পুনর্বাসনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।বদরপুর এলাকায় সিপিআই(এম)-কে শক্তিশালী করার পেছনে কামদেব দাসের ভূমিকা অবিস্মরণীয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker