Barak UpdatesBreaking News
গরু পাচার মামলায় জামিনে মুক্ত হয়ে বিজেপির প্রার্থী !Cow smuggler released on bail gets ticket from BJP
এ নিয়ে ক্ষুব্ধ একাংশ বিজেপি নেতা-কর্মীও। তাদের বক্তব্য, একে তো সহিদুজ্জামান ওরফে রাহুলের বিরুদ্ধে গরু-মহিষ পাচারের মামলা রয়েছে। এর ওপর, কিছুদিন আগেও ছিলেন কংগ্রেসে। জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, ধলছড়াতেই প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদের বাড়ি। সেখানে রাহুল অনেকদিন ধরে ‘সিদ্দেক-ত্রাস’-এর বিরুদ্ধে লড়ছেন। তাই তাঁকে গরু-মহিষ চুরির মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়। গ্রামবাসী বিষয়টি জানেন বলে তাঁকেই টিকিট দেওয়ার দাবি ওঠে। দলের মণ্ডল কমিটিও তাঁর নামই জেলা কমিটির কাছে পাঠিয়েছে। তিনি আশাবাদী, ওই আসনটি অনেকদিন পরে বিজেপির দখলে যাবে।
This has led to grievance among a section of the party leaders and supporters. They have expressed the view that there are pending cases of cow and buffalo smuggling against Rahul. Moreover, he was in the Congress party even a few days ago. Meanwhile, the District President of BJP Subrata Bhattacharjee has claimed that Rahul has long been fighting against the corrupt ways of former minister Siddique Ahmed who stays in the same Dholcherra village.
Mr. Bhattacharjee said that this is the prime reason for which he has been falsely implicated in the case of smuggling cows. He said that the people of the locality and also the party workers at the grassroot level knows this. As such, they have recommended the name of Rahul to the district committee. He is confident that this particular seat will definitely be won by BJP after a long time.