Barak UpdatesBreaking News

বাঁশির সুরে গাভীর দুধের পরিমাণই শুধু নয়, গুণও বাড়ে, বললেন দিলীপ পাল
Cow gives more milk when flute played in Lord Krishna style, says MLA Dilip Paul

২৭ আগস্টঃ শনিবার সম্মিলিত লোকমঞ্চের অনুষ্ঠানে বিধায়ক দিলীপকুমার পাল বলেছিলেন, কৃষ্ণের বাঁশির সুরে গাভীর দুধ বাড়ত। আজও বিশেষ কিছু সুর শোনাতে পারলে দুধ বাড়ে। তা বৈজ্ঞানিকভাবে বাড়ে। দুদিন পরে মঙ্গলবার এর সঙ্গে যোগ করেন, শুধু দুধের পরিমাণ নয়, গুণও বৃদ্ধি পায়।

Rananuj

শনিবারের মত এ দিনও বলেন, এটি বিজ্ঞানসম্মত, প্রমাণিত। কীসের ভিত্তিতে এমন দাবি? দিলীপবাবু বললেন, কয়েক বছর আগে গুজরাটের এক বৈজ্ঞানিক দলের সঙ্গে তার পরিচয় হয়। তারাই প্রজেক্টরের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করেন।

তাঁর এই মন্তব্য ঘিরে মিডিয়ায় বেশ চর্চা চলছে। নানাভাবে এর ব্যাখ্যা হচ্ছে। অধিকাংশের কাছেই অবশ্য বিষয়টি হাসির খোরাক। অনেকে অন্যান্য বিজেপি নেতাদের নানা মন্তব্য এর সঙ্গে জুড়ে দিচ্ছেন। তার মধ্যে বিশেষভাবে রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব ও ভূপালের সাংসদ সাধ্বী প্রজ্ঞা।

August 27: Bharatiya Janata Party MLA from Silchar Dilip Kumar Paul claimed that cows give more milk if a flute is played. He even opined that the amount of milk increases “multiple times” when the flute is played in “a special tune which Lord Krishna used to do”. also went on to claim that this knowledge was a part of Indian tradition and that now these claims are being believed by scientists.

“It has been proven by modern scientists that if we can play the flute in a special tune, which Lord Krishna used to do, the amount of milk increases multiple times,” Paul said, adding that “This was the science of ancient times and we are going to bring this technique back to modern times.”

On being questioned about the scientific basis on which he was resting his claim, Paul said that a Gujarat based NGO had conducted a research study a few years back and the results had established a link between the increase in milk production and tune of the flute.

The news has become so viral now that almost all national print and electronic media has covered it. For majority, it has become a laughing dose. Many in social media and mainstream media are now linking Dilip Paul with Biplob Deb, CM of Tripura and BJP MP Sadhvi Pragya of Bhopal.


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker