Barak UpdatesBreaking News
বাঁশকান্দিতে গরুর সঙ্গে ধাক্কায় হত বাইক চালক
Cow collides with a bike, both rider & the cow dies

২৪ জুন : সড়কে থাকা একটি গরুর সঙ্গে ধাক্কা লেগে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। মৃত যুবক জহির খান। বাড়ি প্রতিবেশী মণিপুরের জিরিবামে। সোমবার বিকেল তিনটা নাগাদ বাঁশকান্দিতে এই দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন বিকেলে এক বন্ধুকে নিয়ে বাইক চালিয়ে শিলচর থেকে জিরিবাম যাচ্ছিলেন তিনি। বাঁশকান্দি আসার পর রাস্তায় তাঁর বাইকের সামনে হঠাত করে একটি গরু পড়ে যায়। মোটর বাইকের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় গরুর সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে বাইকে থাকা দু’জন ছিটকে রাস্তায় পড়েন। বাইক চালক রাস্তায় ছিটকে পড়ার পর একটি যাত্রীবাহী গাড়ি তার মাথা গুঁড়িয়ে দিয়ে চলে যায়। তবে বরাতজোরে বাইকের অন্য আরোহী রক্ষা পান। দুর্ঘটনায় গরুটিও মারা গেছে।