NE UpdatesAnalyticsBreaking News

আসামের আরও এক জেলায় ১৪ দিনের লকডাউন
After Kamrup Metro, 14 days lockdown declared in another district of Assam

14-day lockdown in Dima Hasao from 6 July

৪ জুলাই ঃ কামরূপ মেট্রোর পর আসামের আরও একটি জেলাতে লকডাউনের ঘোষণা করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। ডিমা হাসাও জেলা প্রশাসন আগামী ১৪ দিনের জন্য এই লকডাউনের কথা ঘোষণা করেছে। আগামী সোমবার থেকে এই লকডাউন শুরু হবে। শুক্রবার ডিমা হাসাওয়ে আরও ৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হন। এরপরই জেলা প্রশাসন এই লকডাউনের সিদ্ধান্ত নেয়। এই আক্রান্তদের কোনও ভ্রমণ বৃত্তান্তও ছিল না। ফলে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে।

Rananuj

ডিমা হাসাও জেলায় বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ১২৮। এই জেলায় নতুন করে আক্রান্ত ৭ জনের মধ্যে ৫ জন মান্দারডিসা চেকপোস্টে কর্মরত পুলিশ কর্মী। একজন দিয়ুংমুখ স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত এক ব্যক্তির ছেলে। হাফলং সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ কৃষ্ণা কেম্প্রাই জানিয়েছেন, এই কারোরই কোনও ভ্রমণ বৃত্তান্ত নেই। এসব কারণে গণ সংক্রমণ রুখতে ৬ জুলাই থেকে ১৪ দিনের লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker