India & World UpdatesAnalyticsBreaking News

Modi cites reason for leaving social media in a new tweet!
সোশ্যাল মিডিয়া ছাড়তে চান কেন! নতুন টুইটে ব্যাখ্যা মোদির

৩ মার্চ : শেষপর্যন্ত সোমবার তাঁর করা চাঞ্চল্যকর টুইটের ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ দিন রাত নটা নাগাদ প্রধানমন্ত্রী টুইট করেন, ”ভাবছিলাম এই রবিবার ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া থেকে সরে যাব। এ নিয়ে পরে পোস্ট করে সকলকে জানাব।” ওই টুইটের পর হইচই শুরু হয়ে যায় দেশজুড়ে। মঙ্গলবার সেই টুইটের ব্যাখ্যা দিলেন নমো। মঙ্গলবার ফের এক টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘একদিনের জন্য সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা বলেছিলাম। এ বার আন্তর্জাতিক নারী দিবসে আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেইসব মহিলাদের জন্য ছেড়ে দেব যাদের জীবন ও কাজকর্ম আমাদের সবাইকে প্ররণা দেয়। তাদের কাহিনি লক্ষ লক্ষ মানুষকে উত্সাহ জোগাবে। আপনি কি সেই ধরনের কোনও মহিলা যাঁর জীবনের কাহিনি সবাইকে প্রেরণা দেবে? তাহলে সেইসব কাহিনী আমার সঙ্গে শেয়ার করুন #SheInspiresUs ব্যবহার করে।’

টুইটে একটি গ্রাফিক্স দিয়েছেন নমো। সেখানে #SheInspiresUs শিরোনাম দিয়ে লেখা হয়েছে-

এক দিনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করার সুযোগ আপনাদের সামনে। আপনি কি এমন কোনও মহিলা যাঁর জীবন দেশের জন্য প্রেরণা হতে পারে? এমন কোনও মহিলাকে জানেন যিনি জীবনে অন্যরকম কিছু করেছেন। #SheInspiresUs হ্যাশট্যাগ ব্যবহার করে ওইসব কাহিনি পোস্ট করতে পারেন টুইটার, ফেসবুক ও ইনস্টগ্রামে। কোনও ভিডিও শ্যুট করে তা ইউটিউবেও দিতে পারেন।

দেশের যেকোনও ঘটনাই হোক, দেশে থাকুন বা বিদেশে টুইট করে দেশের মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন প্রধানমন্ত্রী। দেশ-বিদেশের বড় ঘটনা তো বটেই বিখ্যাত কারও জন্মদিনেও শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ার আশ্রয় নেন নমো। সেই সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছেন মোদি! দিনক্ষণও ঠিক করে ফেলেছেন। এ নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী কেন সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছেন তার কোনও ব্যাখা এ দিন দেওয়া হয়নি। তাঁর যে সংখ্যক ফলোয়ার তা বিশ্বের যেকোনও নেতার ঈর্ষার কারণ হতে পারে। তারপরেও সরে যেতে চান মোদি! অবাক রাজনৈতিক মহল।

 

উল্লেখ্য, গোটা দুনিয়ায় রাষ্ট্রনেতাদের মধ্যে ফলোয়ারের সংখ্যায় অনেককেই টেক্কা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে টুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যা ৫ কোটি ৩৩ লক্ষ। ফেসবুকে ওই সংখ্যা ৪৪,৭২২,১৪৩ জন। ইনস্টাগ্রাম ও ইউটিউবেও যথেষ্ট জনপ্রিয় প্রধানমন্ত্রী। ওই দুই প্ল্যাটফর্মে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা যথাক্রমে ৪৫ লক্ষ ও ৩ কোটি ৫২ লক্ষ। এরকম এক অবস্থায় কেন সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছেন নমো। এ নিয়ে সরগরম রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker