India & World UpdatesBreaking News
কলকাতায় করোনা, ইংল্যান্ড ফেরত যুবক আক্রান্তCoronavirus traced in the body of a youth in Kolkata who came from England
১৭ মার্চ: কলকাতার এক ইংল্যান্ড-ফেরত যুবকের দেহে মিলল করোনা ভাইরাস। তিনি এখন বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন।
গত ১৫ মার্চ তিনি ব্রিটেন থেকে কলকাতার বাড়িতে ফেরেন। ফেরার পর থেকেই অসুস্থ বোধ করেন। সোমবার তাঁকে বেলেঘাটা হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল থেকেই ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজসেস (নাইসেড)-এ যুবকের লালারসের নমুনা পাঠানো হয়৷ মঙ্গলবার রাতে রিপোর্টে জানা যায়, তা পজিটিভ। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এই সংবাদের সত্যতা স্বীকার করেছে৷
দফতর সূত্রে খবর, ওই যুবকের বাবা-মা কেও কোয়রান্টিন করা হয়েছে। যে গাড়িতে করে বাড়িতে এসেছিলেন যুবক, সেই গাড়িচালককেও কোয়রান্টিনের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, ওই যুবকের কাছাকাছি যাঁরা ছিলেন তাঁদেরও খুঁজে কোয়রান্টিনের ব্যবস্থা করা হচ্ছে।