Barak UpdatesHappeningsBreaking News

করোনায় উপার্জন নেই, বাদ্যশিল্পীদের পাশে বিধায়ক পাল

২৬ জুন: করোনাভাইরাস বাদ্যশিল্পীদের চরম বিপাকে ফেলেছে৷ পূজা-পার্বন, বিবাহ-অনুষ্ঠান সব বন্ধ৷ ফলে সবাই উপার্জনহীন৷ তিনমাসেরও বেশি সময় ধরে রুজি-রোজগার নেই৷ শুক্রবার তাঁদের পাশে দাঁড়ালেন শিলচরের বিধায়ক দিলীপকুমার পাল৷ চাল, ডাল, তেল, সয়াবিন, বিস্কুট সহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন৷ দিলীপবাবু বলেন, এগুলো মোটেও ত্রাণ নয় ৷ ৬২ জনের প্রতি প্রীতি উপহার মাত্র৷ রাজ্য সরকার যে আর্থিক সাহায্য চেয়ে অনলাইনে আবেদন করতে বলেছেন, তিনি সবাইকে সে সুযোগ নিতে বলেন৷

শিলচরে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক অমিয়কুমার দাস, তিন মণ্ডল সভাপতি বিজেন্দ্রপ্রসাদ সিংহ, ধ্রুবকুমার ভট্টাচার্য ও খাম্বাতন সিংহ৷ ছিলেন কাছাড় জেলা বাদ্যশিল্পী সংস্থার সভাপতি শুক্কুর আলি মজুমদার, উপদেষ্টা সুব্রত পাল সহ বিভিন্ন কর্মকর্তারা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker