India & World UpdatesBreaking News

করোনার থাবা বলিউডে, প্রযোজক অনিল সুরি প্রয়াত
Corona sets in Bollywood, Producer Anil Suri dies

৬জুন: চলচ্চিত্র জগতে করোনার থাবা পড়ছে একের পর এক। এবারে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেলেন সিনেমা জগতের বিখ্যাত ব্যক্তিত্ত্ব অনিল সুরি। বৃহস্পতিবার সন্ধ্য ৭ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক। বয়স হয়েছিল ৭৭ বছর। প্রয়াতের ভাই রাজীব সুরি জানান, ২ জুন জ্বর আসে অনিল সুরির। কিন্তু পরদিন ৩ জুন তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। রাজীব সুরির অভিযোগ, লীলাবতী ও হিন্দুজা উন্নতমানের দুই হাসপাতালই তাঁর ভাইকে ভর্তি করতে সাফ মানা করে দেয়। পরে আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনিল পুরিকে। সেখানে তিনি কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত করেন চিকিৎসকরা। ভেন্টিলেশনে নেওয়ার কিছুক্ষণ পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন বর্ষীয়ান এই প্রযোজক। করোনা সতর্কতা মেনে ৫ জুন ,শুক্রবার সকালে পরিবারের চারজনের উপস্থিতিতে হয় তাঁর শেষকৃত্য। স্ত্রী, দুই সন্তান, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণমুগ্ধ রেখে গেছেন প্রয়াত সুরি। রাজকুমার, কর্মযোগী, রাজতিলক ছবিগুলো চিরদিন ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের কথা মনে করিয়ে দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker