India & World UpdatesAnalyticsBreaking News

করোনা মোকাবিলায় ‘ভার্চুয়াল’ কোর্ট চালু করছে সুপ্রিম কোর্ট
Corona scare: Supreme Court to launch virtual courts soon

১৬ মার্চ : বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে সোমবার সুপ্রিমকোর্ট জানিয়ে দিল, খুব শীঘ্রই ভার্চুয়াল কোর্ট চালু হচ্ছে। আগামী সপ্তাহ থেকে আইনজীবীরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কোনও মামলার প্রক্রিয়া চালাতে পারবেন।

সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, ‘আমাদের উদ্দেশ্য হল আদালত এমন কোনও স্থান হওয়া উচিত নয়, যেখানে অসুস্থতা ছড়িয়ে পড়তে পারে। কোভিড-১৯ নিয়ে দেশের শীর্ষ আদালত বেশ কয়েকটি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত সপ্তাহে করোনা ভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করেছিল। সুপ্রিমকোর্ট তখন আদালতের পক্ষে শুধুমাত্র আইনজীবী, মামলা-মোকদ্দমায় যুক্ত ব্যক্তি এবং সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছিল।’

কিন্তু সোমবার সকালে সুপ্রিম কোর্টের বাইরে দীর্ঘ লাইন দেখা গেছে, সেখানে থার্মাল স্ক্রিনিং-এর মাধ্যমে কারও দেহে করোনা ভাইরাসের জীবাণু রয়েছে কিনা, তা পরীক্ষা করা হচ্ছে। বিচারপতি চন্দ্রচূড় আরও বলেন, ‘প্রধান বিচারপতি এস এ বোবদে সব হাইকোর্টগুলোর সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছেন। আমরা ইতিমধ্যেই প্রথম পদক্ষেপ নিয়েছি এর পরের পদক্ষেপ হবে ডিজিটাল ও ভার্চুয়াল আদালত।’

মোট ১৪৩টি দেশে ছড়িয়েছে মারণ রোগ কোভিড-১৯। মারা গিয়েছেন ছয় হাজারের বেশি মানুষ। এই পরিস্থিতিতে যে কোনও ধরনের বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। করোনা ভাইরাসে যে তিনটি দেশে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, সেগুলি হল চিন, ইতালি ও ইরান। ইতালিতে রবিবার ৩৬৮ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা এক ধাক্কায় ১৮০৯ হয়েছে। উত্তর ইতালির নেতারা জানিয়ে দিয়েছেন, হাসপাতালে আর কোনও শয্যা খালি নেই এবং কৃত্রিম শ্বাসযন্ত্রও আর নেই। এই অবস্থায় ইস্টার উপলক্ষে সপ্তাহব্যাপী উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভ্যাটিকান সিটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker