NE UpdatesBarak UpdatesBreaking News

করোনা সতর্কতায় ১৫ দিন আগেই কর্মীদের বেতন দিচ্ছে পোদ্দার টয়োটা
Corona scare: Poddar Toyota gives salary to its employees 15 days ahead

২১ মার্চ: নজির গড়ল শিলচরের পোদ্দার টয়োটা৷ করোনা সতর্কতায় নিজের সংস্থার কর্মীদের কথা এভাবে আর কেউ ভাবেনি৷ মাস ফুরনোর আগেই বেতন দিয়ে দিচ্ছেন ব্যবসায়িক প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর বিবেক পোদ্দার৷ তাদের দেড় শতাধিক কর্মী রয়েছেন৷ প্রতি মাসের ৫-৭ তারিখে সকলের বেতন হয়৷ সে হিসাবে ১৫ দিন আগেই বেতন প্রদানের সিদ্ধান্ত নিলেন বিবেকবাবু৷

তিনি করোনার প্রভাব বিস্তারে বড় উদ্বিগ্ন৷ সমর্থন করেন ২২ মার্চের জনতা কার্ফুয়৷ বললেন, প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নিতে হতে পারে৷ তখন তাঁর প্রতিষ্ঠানের কর্মীরা যেন আর্থিক সঙ্কটে না পড়েন, সে জন্যই এখন বেতন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷

শুধু কী আর আর্থিক দিক! করোনা ভাইরাস যাতে কোনওমতে ওইদিকে না যেতে পারে, সে জন্য বিশাল অফিসের পুরোটা জীবাণুমুক্ত রাখার নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ কর্মীদের মধ্যে যারা সাধারণ যানবাহনে অফিসে যাতায়াত করেন, পোদ্দার টয়োটা তাদের গাড়িতে আনা-নেওয়ার ব্যবস্থা করেছে৷ অফিসে ঢোকার মুখে হ্যান্ড ওয়াশ রাখা হয়েছে৷ কর্মী সহ সকলের প্রতি নির্দেশ, হাত ভাল করে ধুয়েই ভেতরে ঢুকতে হবে৷ অফিসের মেঝ, দরজার হাতল ঘনঘন মোছা হচ্ছে৷ গ্রাহকদের সঙ্গে কথা বলার সময় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে৷ প্রতি ঘণ্টায় কর্মীদের হাত ধুতে এবং গরম জল বা চা খেতে বলা হয়েছে৷

এছাড়া, সার্ভিস ইঞ্জিনিয়ারদের বিবেকবাবু বলে দিয়েছেন, খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে না যান৷ তাঁর তত্ত্ব, কর্মীরা সুস্থ থাকলে ব্যবসাবাণিজ্য সবই হবে৷

পোদ্দার টয়োটার সেলস ম্যানেজাল প্রণয় আচার্য ও অ্যাকাউন্টেন্ট সুব্রত দেব জানান, উত্তরপূর্বে তাদের ছোট-বড় ১০টি ইউনিট রয়েছে, সবকটিতে একই ধরনের সতর্কতা গ্রহণ করা হচ্ছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker