NE UpdatesBarak UpdatesBreaking News
মেঘালয়েও করোনা গুজব, সরকার বলল, আক্রান্ত নেইCorona rumour in Meghalaya, govt says none affected in state
১০ মার্চ: করোনা ভাইরাস নিয়ে মেঘালয়েও সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে৷ এতটাই দ্রুত তা ছড়িয়ে পড়ছিল যে, রাজ্য সরকারকে বাধ্য হয়ে স্পষ্টীকরণ দিতে হয়৷ স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, এ পর্যন্ত মেঘালয়ের কারও দেহে করোনা ভাইরাসের সংক্রমণ হয়নি৷
প্রথম করোনা-গুজব রটানো হয় গত শনিবার৷ বলা হয়, তুরা হাসপাতালে এক যুবক ভর্তি রয়েছে৷ তার দেহে করোনা ভাইরাস বাসা বেঁধেছে৷ সেই গুজব দাবানলের মত ছড়ায়৷ পরে হাসপাতালের সুপার বিবৃতি দিয়ে জানান, সব ভুয়ো৷ এ ধরনের ঘটনাই নেই তুরা হাসপাতালে৷
একই গুজব সোমবার ছড়ানো হয় নেগ্রিমসকে ঘিরে৷ বলা হয়, একজনকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে৷ তার রক্ত পরীক্ষা করা হয়েছে৷ রিপোর্ট আসতে তিনদিন লাগবে৷ রাজ্যের স্বাস্থ্যসচিব জানান, এও ভুয়ো৷