NE UpdatesBarak UpdatesBreaking News

করোনা ঝুঁকি, পুলিশের হুমকি, তবু কাজ করছেন ব্যাঙ্ক অফিসাররা!
Corona risk, red eyes of police, yet bank employees giving service

৩০ মার্চ: লাগাতার ঝুঁকি ও নানা প্রতিকূলতার মধ্যে কাজ করে চলেছেন বিভিন্ন ব্যাঙ্কের অফিসার-কর্মীরা৷ একদিকে লাগাতার টাকা হাতানোর জন্য করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা, অন্যদিকে লকডাউনের মধ্যে ব্যাঙ্কে আসা-যাওয়ার জন্য প্রতিদিন পুলিশের হয়রানির শিকার হতে হচ্ছে৷ এ ব্যাপারে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের নর্থ ইস্ট সার্কল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে৷

ব্যাঙ্কার সংগঠনটির নর্থ ইস্ট সার্কলের সাধারণ সম্পাদক রূপম রায় বলেন, টাকার মধ্য দিয়ে ভাইরাস ছড়ানোর আশঙ্কা থেকেই যায়৷ কিন্তু সাবধানতামূলক ব্যবস্থা হিসাবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারেরও সুযোগ নেই৷ কারণ বাজারে হ্যান্ড স্যানিটাইজার দুর্লভ৷ এর ওপর ব্যাঙ্কে আসা-যাওয়ার সময় পুলিশের চোখরাঙানি সইতে হচ্ছে৷ রূপমবাবুর অনুমান, প্রশাসনের পক্ষ থেকে পুলিশ কর্মীদের সঠিক নির্দেশ পৌঁছানো হয়নি৷ তাই ব্যাঙ্কে যাওয়ার কথা বললেও ধমক দেন তাঁরা৷

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এইসব ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনিক কর্তাদের অনুরোধ জানানো হয়েছে|

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker