Barak UpdatesBreaking News
Corona: Community awareness programme undertaken by G.C. Collegeকরোনা সংক্রমণ রোধে জিসি কলেজের সচেতনতা শিলচরে
২০ মার্চ : বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ ও গুরুত্বপূর্ণ সমস্যা মারণব্যাধি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিহত করতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য শুক্রবার এক সচেতনতা অভিযানের আয়োজন করে গুরুচরণ কলেজ।
রাজ্য সরকারের নির্দেশে গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে কলেজ কর্তৃপক্ষ এ দিন এই সচেতনতা চালান। কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপকরা শিলচরের কলেজ রোড বাজার এলাকা, বিবেকানন্দ রোড ও আশ্রম রোড সংলগ্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষ করোনা সংক্রমণ থেকে কীভাবে নিজেকে মুক্ত রাখতে পারেন, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
তারা হাত পরিষ্কার রাখা, নিজের পরিবারের সদস্য ও চারপাশটাকে পরিচ্ছন্ন রাখা এবং স্যানিটাইজার ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন। সেইসঙ্গে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ঘর থেকে বের না হতে এবং ছোটদের প্রতি বিশেষ যত্ন নিতে পরামর্শ দেন।
আগামী রবিবার জনতা কার্ফু পালন করার জন্য কলেজ শিক্ষকরা সবার কাছে আবেদন জানান। এই অভিযানে কলেজের অধ্যাপকদের মধ্যে ছিলেন জয়দীপ ভট্টাচার্য, প্রশান্ত আচার্য, বিদ্যুৎ কান্তি পাল, রনবিজয় দাস, প্রণয় ব্রহ্মচারী, মৃদুল মোহন দাস, শান্তনু চৌধুরী, নিরুপম মালাকার, চন্দন পাল চৌধুরী, জয়জিৎ মজুমদার, রাজদীপ পুরকায়স্থ, কলেজের শিক্ষাকর্মী বিজন দাস প্রমুখ।