India & World UpdatesBreaking News
করোনা: অনলাইন ডাটা পোল তৈরি করছে কেন্দ্রCorona: Centre making online data poll
১৯ এপ্রিল: করোনা সংক্রমণ যাচাই সহ তৃণমূল স্তরে এ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য অনলাইন ডাটা পোল তৈরি করছে সরকার। এতে করোনা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে কেন্দ্র। রাজ্য, জেলা বা পুরো এলাকার তৃণমূলস্তরে পৌঁছাতে বিশেষ করে প্রশাসনের কাজে আসবে এই তথ্য। আয়ুষ মন্ত্রক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, এনওয়াইকে, এনসিসি এনএসএস, পিএমজি কেভিওয়াই প্রতিনিধি সহ প্রাক্তন সেনাকর্মীদের সহযোগিতায় হচ্ছে এই পোল। লিংক হচ্ছে https://covidwarriors.gov.in ।
কোভিড-১৯ মোকাবিলায় নিয়মিত তথ্যগুলো আপডেটও করা হচ্ছে৷ প্রতিটি জেলা ও রাজ্য ভিত্তিক কোভিড-১৯ সম্পর্কিত বিশদ বিবরণ ও তথ্য পাওয়া যাবে তাতে। এর প্রেক্ষিতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় যে কোনও পরিকল্পনা তৈরি করা রাজ্যের পক্ষে সহজ হবে।
এই পদক্ষেপের সঠিক বাস্তবায়ন করতে বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম-ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট অনলাইন ট্রেনিং (আইজিওটি) পোর্টালে(https://igot.gov.in ) প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে। এতে কোভিড সংক্রমণ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, পিপিই, কোয়ারেন্টাইন,আইসোলেশন ব্যবহার, পরীক্ষাগারের জন্য নমুনা সংগ্রহ,পরীক্ষা, আইসিইউ কেয়ার সহ ভেন্টিলেশন পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।