Barak Updates

করোনা: ৬টি ইন্টার মিনিস্টারিয়াল টিম গড়ল কেন্দ্র
Corona: Centre forms 6 inter ministerial teams

২০ এপ্রিল: করোনা চ্যালেঞ্জ  মোকাবিলায় নতুন পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। গঠন করেছে ইন্টার মিনিস্টারিয়াল সেন্ট্রাল টিম (আইএমসিটি)। সবমিলিয়ে এমন ৬টি দল রয়েছে। ২০০৫ সালের বিপর্যয় ব্যবস্থাপনা আইনের বেশ কয়েকটি ধারা  অনুসারে এই দলগুলি গঠন করা হয়েছে।  বিভিন্ন এলাকায় গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করা ও তারপর  রাজ্যগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া, মূলত এই  কাজই করবে প্রতিটি আইএমসিটি। এর মধ্যে পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের জন্য ২টি করে, মধ্যপ্রদেশ ও রাজ্যস্থানের জন্য ১টি করে দল কাজ করবে। দলের সদস্যরা  কোভিড সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবস্থা নেবেন। সরাসরি কেন্দ্রের কাছে  রিপোর্ট  জমা দেবেন।
২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে লকডাউন  ঠিকঠাক মেনে চলা, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীগুলির সরবরাহ বজায় রাখা, শারীরিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্য পরিকাঠামো, জেলাগুলিতে নমুনা সংক্রান্ত পরিসংখ্যান, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ছাড়াও টেস্ট কিট,  পিপিই, মাস্ক সহ অন্যান্য সুরক্ষা সামগ্রীর জোগান, শ্রমিক ও দরিদ্র মানুষদের জন্য  শিবির আয়োজন ইত্যাদি  পর্যালোচনা করবে আইএমসিটি। এই দলগুলি সংশ্লিষ্ট এলাকাতে  সফর করবেন। খতিয়ে দেখবেন করোনা সম্পর্কিত জরুরি বিষয়গুলো।
এদিকে মধ্যপ্রদেশের ইন্দোর, মহারাষ্ট্রের মুম্বাই ও পুনে, রাজস্থানের জয়পুর, পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় লকডাউন সহ করোনা  নির্দেশিকা না মানার অভিযোগ উঠেছে। অভিযোগ, এসব এলাকায়  লকডাউন ঠিকমতো কার্যকর হচ্ছে না।  এছাড়াও অত্যাবশক পণ্য সরবরাহ, শারীরিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্য পরিকাঠামো, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা, শ্রমিক ও দরিদ্র মানুষদের  ত্রাণ শিবির সবকিছুতেই  গাফিলতি হচ্ছে প্রচুর। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বিষয়টিকে  অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে কেন্দ্র। দরকার পড়লে  এক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker