Barak UpdatesBreaking News
তোলাবাজির অভিযোগে জেলে কনস্টেবল, সৌজন্যে সোশ্যাল মিডিয়াConstable booked for collecting money from vehicles, courtesy social media
৬ নভেম্বরঃ লরি থেকে অর্থ আদায়ের অভিযোগে জেলে গেলেন পুলিশ কনস্টেবল। কারও এজাহার বা অভিযোগে নয়, বুরহানুদ্দিন চৌধুরীকে ধরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া। ৫০ টাকার জন্য চাপ সৃষ্টির একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। তাতে দেখা যায়, লরিচালক কাগজপত্র ঠিকঠাক আছে দাবি করে টাকা দিতে অস্বীকার করছেন। বুরহানের জবাব, কাগজ দেখানোর দরকার নেই। ৫০ টাকা দিলে কাগজ ছাড়াও চলবে। এ নিয়ে দুইজনে তর্কাতর্কি।
শেয়ার হতে হতে ভিডিওটি একসময় পুলিশ কর্তাদের মোবাইলেও ঢুকে পড়ে। মঙ্গলবার রাতে কাছাড় জেলার ডিএসপি (সদর) এজে বরুয়া বিহাড়া ফাঁড়িতে গিয়ে তাঁকে ডেকে পাঠান। উর্দি খুলে লকআপে ঢুকিয়ে দেন। বলেন, আইন সবার জন্য সমান। বুরহানের বিরুদ্ধে তাঁর বিভাগ নিজে থেকে মামলা দায়ের করেছে। পুলিশ সুপার মুগ্ধজ্যোতি দেবমহন্ত জানিয়েছেন, এটা বলপূর্বক অর্থ আদায় বা তছরূপের মামলা। বুধবার আদালতে তোলা হয়েছিল তাকে। বিচারকের নির্দেশে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে।