Barak UpdatesIndia & World Updates
প্রধান বিচারপতির বিরুদ্ধে ষড়যন্ত্র ! কড়া সুর সুপ্রিম কোর্টেরConspiracy against Chief Justice! Supreme Court supports Ranjan Gogoi
২৪ এপ্রিলঃ দেশের প্রধান বিচারপতিকে কালিমালিপ্ত করতে ‘ষড়যন্ত্র’ চলছে বলে অভিযোগ উঠেছে। আর তার শেষ দেখে ছাড়ার কথা জানাল সুপ্রিম কোর্ট। উৎসব বইন্স নামের যে আইনজীবী প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ চলছে বলে অভিযোগ করেছিলেন, তিনিও আজ আদালতে এই ষড়যন্ত্রের আরও নথি আছে বলে জানিয়েছেন। বৃহস্পতিবার সকালের মধ্যে তাঁকে এই সমস্ত নথি সহ আরও একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
দেশের বিচারব্যবস্থা নিয়ে বাড়তে থাকা উত্তাপের মধ্যেই আজ জড়িয়ে গিয়েছে আদালতেরই দুই বরখাস্ত হওয়া কর্মীর নাম। অনিল অম্বানির একটি মামলায় রায় বদলে দেওয়ার অভিযোগ উঠেছিল এই দুই কর্মীর বিরুদ্ধে। তার পরই বরখাস্ত করা হয়েছিল এই দুই কোর্ট মাস্টারকে। এই দুই কর্মীর সাজশেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আইনজীবী উৎসব বইন্স। তাঁকে এই সংক্রান্ত সমস্ত তথ্যপ্রমাণ বৃহস্পতিবার সকালের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে অরুণ মিশ্র নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অরুণ মিশ্র আজ বলেছেন, ‘‘বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা গুরুত্ব সহকারেই পুরো বিষয়টি দেখছি।’’ বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি।