Barak UpdatesBreaking News
বাঙালি বিরোধী ষড়যন্ত্রঃ পুজোর পর জনমত গঠনে নামবে বঙ্গ সাহিত্যConspiracy against Bengalis: Banga Sahitya to mould public opinion after Puja
২৯ সেপ্টেম্বরঃ এনআরসি-র পর আসাম চুক্তির ৬ নং ধারা বাস্তবায়নে কাজকর্ম চলছে। মূল লক্ষ্য বাঙালির অস্তিত্বের সঙ্কটকে তীব্রতর করে তোলা। এখন আবার নিযুক্তি পরীক্ষায় কৌশলে অসমিয়া ভাষা শেখা বাধ্যতামূলক করে দিচ্ছে। এ সবের তীব্র প্রতিবাদ করেছে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃত সম্মেলন।
কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত বলেন, আসাম চুক্তির ৬ নং ধারা বাস্তবায়নে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি ১৯৫১ সালকে ভিত্তি ধরে অসমে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ভাষিক সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। তাতে অসমের বাঙালিরা অধিকার বঞ্চিত দ্বিতীয় শ্রেণির নাগরিকে রূপান্তরিত হতে চলেছেন। ফলে এনআরসিতে নাম রয়েছে যাদের, তাদের স্বস্তিও যে কোনও বিলীন হয়ে যেতে পারে। তাই বঙ্গ সাহিত্যের পক্ষ থেকে চার পাতার একটি স্মারকলিপি উচ্চ পর্যায়ের কমিটির চেয়ারম্যান বিপ্লবকুমার শর্মার তুলে দেওয়া হয়়৷ তাদের আশঙ্কা, সংরক্ষণের চাপ রাজ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।
বঙ্গ সাহিত্য শর্মা কমিটিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাঙালিরা অসমে মোটেও বহিরাগত নয়। প্রাক-উপনিবেশ সময় থেকে প্রজন্মের পর প্রজন্ম বাঙালি এ রাজ্যের বাসিন্দা। তারা রাজ্যের অর্থ-সামাজিক উন্নয়নে অন্যান্যদের সঙ্গে সমান অংশীদার হয়ে আসছে। তাদের সোজাসাপটা বক্তব্য, তৃতীয় ও চতুর্থশ্রেণির শূন্যপদ এতদিন স্থানীয় ভিত্তিতে নিয়োগ করা হতো। এখন সব নিযুক্তি কেন্দ্রীয় পর্যায়ে হচ্ছে। আর সব চাকরি অসমিয়াদের হাতে সীমিত হয়ে পড়ছে৷ এসবের প্রতিবাদেই পুজোর পর জনমত গঠনে নামবে বঙ্গ সাহিত্য। জানিয়েছেন গৌতমপ্রসাদ দত্ত।