NE UpdatesAnalyticsBreaking News

Congress will lend support to any new regional party: Tarun Gogoi
রাজ্যে নতুন আঞ্চলিক দল হলে সমর্থন জানাবে কংগ্রেস : গগৈ

১৬ জানুয়ারি : প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে নতুন আঞ্চলিক দল গঠন করা হলে তাতে সমর্থন জানাবে প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেছেন তিনি।

Rananuj

গগৈ বলেন, ‘নতুন আঞ্চলিক দল গঠন হলে আসাম প্রদেশ কংগ্রেস সেই দলকে সমর্থন জানাবে। বিজেপির বিরুদ্ধে লড়াই করতে আমরা নতুন আঞ্চলিক দলকে সম্পূর্ণ সমর্থন জানাব।

প্রসঙ্গত, সারা আসাম ছাত্র সংস্থার সভাপতি দীপাঙ্ক নাথ বুধবার রাজ্যে নতুন রাজনৈতিক দল গঠনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, এ নিয়ে বিস্তারিত আগামী ফেব্রুয়ারি মাসে প্রকাশ পাবে। আসু সভাপতিকে সমর্থন করে তরুণ গগৈ এ দিন আরও বলেছেন, ‘এটা খুব ভাল যে, তাঁদের মধ্যে কয়েকজন নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে পরিকল্পনা করছেন। আমি তাঁদের সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker