Barak UpdatesBreaking News

পুরভোটেই উঠে দাঁড়াতে চাইছেন সুস্মিতা দেব
Congress wants to make a comeback during municipal polls: Sushmita Dev

৩ জুনঃ কেন হারলেন, সে উত্তর খুঁজে বেশি সময় নষ্ট করতে চান না শিলচরের কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেব। একে-ওকে দোষারোপ করেও নিজের ‘এনার্জি’ অপচয়ের পক্ষপাতী নন। বরং দলকে তৃণমূল স্তরে শক্তিশালী করতে এখনই ঝাঁপিয়ে পড়তে চান তিনি। একদিকে ব্লকে ব্লকে ঘুরে সকলের সঙ্গে কথা বলবেন। অন্যদিকে পুরসভার নির্বাচনে বিজেপি-কে মোকাবিলার জন্য শহরে দলের শক্তি বাড়াবেন। আপাতত এ-ই তাঁর ভবিষ্যত পরিকল্পনা।

Rananuj

লোকসভা নির্বাচনে যে কারণেই পরাস্ত হোন না কেন, নির্বাচনী প্রচারের সময় মানুষের কাছ থেকে বেশ সাড়া পেয়েছেন বলেই দাবি সুস্মিতা দেবের। সেখান থেকে তাঁর বিশ্বাস, সাধারণ জনতা পুরোপুরি মুখ ফিরিয়ে নেই। এখন প্রয়োজন তাঁদের পাশে থাকা।

এ প্রসঙ্গে তিনি বারবার জোর দেন পুরসভার নির্বাচনের ওপর। সেইসঙ্গে বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে কংগ্রেসকে তার অবস্থান পুনর্বিবেচনা করতে হবে। তাঁর অনুমান, নাগরিকত্ব বিলের মতো খিলঞ্জিয়াদের জন্য সংরক্ষণ প্রশ্নে বাঙালি-অসমিয়া স্বার্থের সংঘাত দেখা দেবে। সেখানেই শিলচরের নয়া সাংসদ রাজদীপ রায়ের পরীক্ষা হয়ে যাবে। শিলচরের মানুষ তাঁর ভূমিকা দেখতে চাইবেন। সুস্মিতার প্রশ্ন, আমি দলের ভেতরে যে ফাইট করে গিয়েছি, রাজদীপ কি তা করতে চাইবেন?  সাংবাদিক সম্মেলনে তাঁর পাশে ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র দীপন দেওয়ানজি ও জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থরঞ্জন চক্রবর্তী। ছিলেন সজল আচার্য, জগজ্জ্যোতি নাথও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker