Barak UpdatesBreaking News
কৌশিকের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেসCongress raises question about Kaushik Rai’s property
দুদিন আগে বিজেপি সভাপতি কাছাড় কাগজ কল ধ্বংসের জন্য প্রয়াত সন্তোষমোহন দেবকে দায়ী করেছিলেন। আজ তাঁর এই মন্তব্যের নিন্দা, ধিক্কার জানান কংগ্রেস নেতৃবৃন্দ। তখনই জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থরঞ্জন চক্রবর্তী একের পর এক সম্পত্তির উল্লেখ করে জানতে চান, ওইসবের উতস কী। তিনি বলেন, ট্রাঙ্ক রোডে বিশাল জমি কিনেছেন কৌশিক রাই। এএসটিসি দেবদূত ফ্ল্যাগ স্টেশনে বড়সড় নির্মাণ কাজ শুরু হয়েছে। মান্না দেব এর ঠিকাদার হলেও টাকার জোগান দিচ্ছেন কৌশিকবাবু। আরও বহু জায়গায় তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে। তাঁর অভিযোগ, বালু, পাথর, কয়লা, সুপারি সমস্ত সিন্ডিকেটে বিজেপি জেলা সভাপতি জড়িত। কংগ্রেস তাঁর সম্পত্তি ও আয়ের উতস পরিমাপের জন্য বড় পর্যায়ের তদন্ত দাবি করেন।
সোমবার কংগ্রেস অফিসে সাংবাদিক সম্মেলন ডেকে স্থানীয় কংগ্রেস নেতারা একযোগে প্রয়াত সন্তোষমোহন দেবকে নিয়ে মন্তব্যের জন্য কৌশিকবাবুর সমালোচনায় মুখর ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন প্রদেশ মুখপাত্র দীপন দেওয়ানজি, সম্পাদক সঞ্জীব রাই, জেলা কংগ্রেস সভাপতি প্রদীপকুমার দে, সীমান্তকুমার ভট্টাচার্য, রাজেশ দেব প্রমুখ।