Barak UpdatesBreaking News

শিলচরে এসেই দুই গোষ্ঠীর প্রতিবাদের মুখে রাওয়াত
Congress leader Harish Rawat at Silchar

২৯ অক্টোবর : পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সত্যিই কুচকাওয়াজ শুরু করে দিল কংগ্রেস। আসাম প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার শিলচরে এলেন ইনচার্জ হরিশ রাওয়াত। কিন্তু শহরে পা দিয়েই দলীয় কোন্দলের মোকাবিলা করতে হয়েছে তাঁকে। লক্ষীপুর ও হাইলাকান্দির দুটি গোষ্ঠী এদিন প্রতিবাদ করে বলে জানা গেছে।

সোমবার দুপুরে কুম্ভীরগ্রাম পৌঁছে সড়কপথে শিলচর আসেন রাওয়াত। এক বিশাল বাইক মিছিল তাঁকে নিয়ে আসে শহরে। তাঁর সঙ্গে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা ও শিলচরের সাংসদ সুস্মিতা দেব। কিন্তু ভিআইপি সড়ক দিয়ে আসার সময় বিভিন্ন তোরণে কেন লক্ষীপুরের বিধায়ক রাজদীপ গোয়ালার ছবি নেই, তা নিয়ে প্রতিবাদ করেন একাংশ যুব কংগ্রেস সদস্য। অন্য চিত্রপট রচিত হয় হাইলাকান্দির সাজ্জাদুর রহমানের নেতৃত্বে একটি গোষ্ঠীর প্রতিবাদ কর্মসূচিতে। এই দলটি রাহুল রায়ের বিরুদ্ধে ক্ষোভ দেখায়। রাহুল দলীয় পদ দখলের জন্য তাঁকে পুলিশ দিয়ে জেলে পাঠিয়েছিলেন বলে তিনি অভিযোগ করেন। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

এ দিকে কংগ্রেস নেতা রাওয়াত প্রথমে শিলচর সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম করেন। এখানেই তাঁকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। ছিলেন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে সহ অন্যরা। পরে সেখান থেকে তিনি চলে যান রাজীব ভবনের কনফারেন্স হলে। সেখানে বিশিষ্টজনদের সঙ্গে মত বিনিময় করেন। মঙ্গলবার তাঁর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

English

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker