Barak UpdatesBreaking News
ফোরামের সঙ্গে বিবাদ মিটল, রক্ত দেবে মেডিক্যালেওConflict of BVVBDF with Blood Bank of SMCH resolved
১১ জুনঃ বরাক ভ্যালি ব্লাড ডোনার্স ফোরামের সঙ্গে মেডিক্যাল কলেজ ব্লাড ব্যাঙ্কের বিবাদ আপাতত মিটে গিয়েছে। মঙ্গলবার উভয় পক্ষের বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেষে ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কের সঙ্গে রক্তদান শিবির না করার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা প্রত্যাহার করা হয়েছে।
এ দিন শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ছাড়াও সুপারিটেন্ডেন্ট, প্যাথলজি বিভাগের প্রধান, ব্লাড ব্যাঙ্ক ইনচার্জ ফোরামের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় অংশ নেন। শুরুতেই ফোরাম স্মারকলিপি পেশ করে ব্লাড ব্যাঙ্কের দুর্নীতির দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত করে দুর্নীতির শিকড় উপড়ে ফেলার দাবি জানান। দ্বিতীয়ত, ডোনার কার্ডের বিনিময়ে রক্ত দেওয়ার প্রথা পুনর্বহাল করা হোক। তৃতীয়ত, রক্ত সংগ্রহ করতে যাওয়া স্বেচ্ছা রক্তদাতা এবং অন্যান্য ব্যক্তিদের সঙ্গে শোভন ও ভদ্র আচরণ সুনিশ্চিত করা হোক এবং রক্তের অভাবে যাতে কাউকে প্রাণ হারাতে না হয়, তা সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হোক।
এই চার দাবিতে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। ব্লাড ব্যাঙ্কের কাজকর্ম নিরীক্ষণ করে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য একটি মনিটরিং কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। সেই কমিটিতে পদাধিকারী ব্যক্তিবর্গের পাশাপাশি স্বেচ্ছা রক্তদাতা সংগঠনের প্রতিনিধিরাও থাকবেন। নিয়মিত বৈঠকের মাধ্যমে দুর্নীতি দমন, সুষ্ঠু ব্যবস্থাপনা, নিয়মিত রক্তের জোগান বৃদ্ধি, কার্ডের বিনিময়ে রক্ত দেওয়া বা না দেওয়া, রোগীর জন্য রক্ত ইস্যু করার ব্যাপারে বা দুর্ব্যবহারের অভিযোগ এলে তা খতিয়ে দেখা, ইত্যাদি বিষয়ে ওই কমিটি হসপিটাল ট্রান্সফিউশন কমিটিকে পরামর্শ দেবে, সহায়তা করবে।
ফোরামের প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় সম্পাদক আশু পাল, হাইলাকান্দি জেলা সভাপতি পরিতোষ চন্দ্র দত্ত এবং কাছাড় জেলা কমিটির সভাপতি ও সম্পাদক যথাক্রমে মনোজ পাল ও করুণাময় পাল।