NE UpdatesAnalyticsBreaking News
রাজ্যে কোনও রেভিনিউ শহর থাকবে না, সিদ্ধান্ত ক্যাবিনেটেরConcept of Revenue Town to be abolished in Assam: Cabinet
৭ মার্চ ঃ এখন থেকে আসামে কোনও রেভিনিউ শহর থাকবে না। আগে মিউনিসিপ্যাল বোর্ড না থাকা স্থানগুলো রেভিনিউ টাউন হিসেবে পরিগণিত ছিল। সেই স্থানগুলোতে শহর হিসেবে জমির কিস্তি দিতে হতো। এখন থেকে আর সেই ব্যবস্থা থাকবে না। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পৌরোহিত্যে সোমবার অনুষ্ঠিত সাপ্তাহিক ক্যাবিনেট বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ক্যাবিনেট বৈঠকের শেষে মন্ত্রী পীযূষ হাজরিকা এ সংক্রান্ত বিস্তৃত তথ্য তুলে ধরেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শহর ও পেরিফেরিয়েল এলাকা জেলা সদরেই থাকবে। এর জন্য জমির কিস্তি দিতে লাগবে না। গাঁও পঞ্চায়েতের অধীন ট্রেড লাইসেন্স লাগবে না। তবে মোবাইল টাওয়ার, দেশি বিদেশি মদের দোকান, শিক্ষা প্রতিষ্ঠান, প্রদূষণ সৃষ্টিকারী শিল্পোদ্যোগ, ইট ভাটা, নার্সিংহোম ইত্যাদির জন্য ট্রেড লাইসেন্স লাগবে।
শ্রমিকের সুরক্ষার জন্য, স্বাস্থ্য ও পরিবেশের জন্য অনলাইনে রেজিস্টার থাকতে হবে। ৪০ বছরের বেশি বয়সের শ্রমিকদের বছরে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। তাদের পরিচয়পত্র দিতে হবে। শিল্পোদ্যোগ কর্তৃপক্ষকে এসব ঠিক করতে হবে। একশ’র বেশি শ্রমিক থাকা শিল্প কারখানায় শ্রমিক ও মালিকের একটি কমিটি গঠন করতে হবে।