Barak Updates
মেধাবী প্রীতমের নামে গ্রন্থাগার রামনগরের কলেজে
৩১ ডিসেম্বর : মেধাবী প্রীতমের নামে গ্রন্থাগার তৈরি করে কলেজ পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিল কলেজ কর্তৃপক্ষ। সোমবার ইংরেজি বছরের শেষ দিনে শিলচর রামনগরের মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজে প্রীতম ভট্টাচার্য স্মৃতি গ্রন্থাগারের উদ্বোধন করেন বিধায়ক দিলীপ কুমার পাল। পরে অবশ্য এই অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। ছিলেন শহরের অনেক বিশিষ্টজনেরাও।
উদ্বোধনের পর এ দিন বিধায়ক পুরো লাইব্রেরিটি ঘুরে দেখেন। দেওয়ালে প্রীতমের বিভিন্ন মুহূর্তের ছবিগুলোও ক্যামেরা বন্দি করে রাখা হয়। পরে বিধায়ক সাংবাদিকদের বলেন, প্রীতম সত্যিকার অর্থেই শিক্ষাক্ষেত্রে এক জ্যোতিষ্ক ছিল। তাঁর নামে কলেজ কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। তিন বছরে কলেজটি একটি ভাল জায়গায় পৌছেছে। গ্রন্থাগারের সংখ্যা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, গ্রন্থাগারের সঙ্গে সভ্যতার সম্পর্ক রয়েছে। এটি ছাড়া বিদ্যার্জন হয় না। বই বা গ্রন্থাগারের কোনও বিকল্প হয় না। গবেষকদের জন্য এটি খুব দরকার। দিলীপ বাবু নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গও টেনে আনেন।
প্রীতম ভট্টাচার্যের বাবা শিক্ষাবিদ শংকর ভট্টাচার্য বলেন, ২০১৩ সালে কেশব স্মারক সমিতির তত্ত্বাবধানে প্রীতমের নামে একটি স্মৃতি তহবিল গঠন করা হয়। এতে করপাস ফান্ডে ২১ লক্ষ টাকা জমা রাখা হয়। এই অর্থের সুদ দিয়ে দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনা, গরিবদের চিকিৎসা, অসহায়দের সাহায্য ইত্যাদি করা হয়। তাছাড়া মেধাবী পড়ুয়াদের এর মাধ্যমে পুরস্কৃত করা হয় বলেও জানান তিনি। শংকর ভট্টাচার্য বলেন, ২০১৩ সাল থেকে শুরু করে এ পর্যন্ত কয়েক লক্ষ টাকা সহায়তা করা হয়েছে। তিনি এও বলেন, মৌলিক গবেষণার প্রতি প্রীতমের গভীর আগ্রহ ছিল। তাছাড়া প্রীতমের নামে এ পর্যন্ত ৫টি স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।