NE UpdatesAnalyticsBreaking News

গ্রামীণ বাজারে ডাস্টবিন বসাতে ৬ মাসের বেতন দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
CM Tripura donates his salary of 6 months to purchase dustbins in rural markets

১৪ সেপ্টেম্বর : রাজ্যের বিভিন্ন গ্রামাঞ্চলের বাগান এলাকায় ডাস্টবিন বসানোর জন্য ৬ মাসের বেতন দান করার কথা ঘোষণা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। শুক্রবার আগরতলার রবীন্দ্রভবনে ত্রিস্তরীয় পঞ্চায়েতরাজের কার্যকারিতা, দায়িত্ব ইত্যাদি সম্পর্কে এক আলোচনাচক্রে বক্তব্য রাখতে গিয়ে এ কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ১১০০টি গ্রামীণ বাজার কমিটিকে ডাস্টবিন কেনার জন্য আমার পরবর্তী ৬ মাসের বেতন প্রদান করছি। ত্রিপুরাকে আবর্জনা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য আমি সমাজের প্রতিটি স্তরের মানুষকে অনুরোধ জানাচ্ছি।’

Rananuj

এ দিন তিনি আরও বলেন, রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম সপ্তাহকে ‘স্বচ্ছ সপ্তাহ’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া গ্রামপ্রধানদের মাসিক বেতন বাড়ানোর ব্যাপারে সরকারের সিদ্ধান্তের কথাও এ দিন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমি চাই গ্রামপ্রধানরা দুর্নীতি থেকে দূরে থাকুন, সেজন্যই তাদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি এও যোগ করেন, এখন থেকে পঞ্চায়েত সচিবরা তাদের এলাকার কোনও সমস্যা নিয়ে সরাসরি প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা বলতে পারবেন। পাশাপাশি তিনি জানিয়ে রাখেন, তাঁর সরকার কোনভাবেই দুর্নীতিকে আপস করার পক্ষপাতী নয়। এজন্য তিনি জনপ্রতিনিধিদের কাছেও সহযোগিতার আবেদন রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker