Barak UpdatesAnalyticsBreaking News

CM Sonowal to visit Silchar & Badarpur, arrangements complete
বুধবার শিলচর-বদরপুরে আসছেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি সম্পন্ন

২৯ জানুয়ারি :  মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আসাম গ্রামরক্ষী বাহিনীর সংগঠনের ৭১তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বুধবারই শিলচর আসছেন। দুদিনের রাজ্যস্তরের এই অনুষ্ঠান মঙ্গলবার থেকে শিলচরে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন বুধবার বেলা ১২টায়৷ এই সভাকে ঘিরে প্রস্তুতি একেবারেই সম্পন্ন।

কাছাড়ের পুলিশসুপার মানবেন্দ্র দেবরায় আজ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করবেন। এই অনুষ্ঠানে রাজ্যের বন ও পরিবেশমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ এবং আসাম পুলিশের সঞ্চালক প্রধান ভাস্করজ্যোতি মহন্ত উপস্থিত থাকবেন। এদিকে আসাম পুলিশের উপ-মহানির্দেশক তথা গ্রামরক্ষী বাহিনীর মুখ্য নিয়ন্ত্রক দিগন্ত বরা মঙ্গলবার বিকেল চারটেয় শিলচর তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিনিধি সভার উদ্বোধন করেন। এরপর সন্ধ্যা ছটায় দক্ষিণ আসামের ডিআইজি দিলীপ কুমার দে পুলিশ প্যারেড গ্রাউন্ডে দু’দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন।

শিলচরের সভা সেরে বিকাল তিনটায় বদরপুর নবীনচন্দ্র কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের প্রকাশ্য সভায়ও যোগ দেবেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত সফর উপলক্ষে করিমগঞ্জের অতিরিক্ত জেলাশাসকের পৌরোহিত্যে গত মঙ্গলবার এনসি কলেজে এক সভা অনুষ্ঠিত হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker