Barak UpdatesBreaking News

সোনাই গিয়ে সংখ্যালঘুদের ভোট চাইলেন মুখ্যমন্ত্রী
CM Sonowal seeks minority votes during a poll rally at Sonai

১৬ এপ্রিলঃ শিলচর আসনের ভোটের সরব প্রচারের শেষ প্রান্তে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মঙ্গলবার সোনাইয়ে জনসভা করেন। উপস্থিত শ্রোতাদের অধিকাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের। মুখ্যমন্ত্রী সেখানে বলেন, এতদিন কংগ্রেস শুধু বঞ্চিতই করেনি, অপমানিতও করেছে। অন্য সব অঞ্চলের চেয়ে পিছিয়ে পড়া এলাকা ছিল বরাক উপত্যকা। ইচ্ছাকৃতভাবে একে এভাবে ফেলে রাখা হয়েছিল। বিজেপি ক্ষমতায় আসার পর বরাকের প্রকৃত উন্নয়ন শুরু হয়েছে। রাস্তাঘাট হয়েছে, ব্রডগেজ লাইন এসেছে, ট্রেনের সংখ্যা বেড়েছে। মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা বাড়ছে। আর ওইসব নরেন্দ্র মোদির নির্দেশেই তিনি করেছেন বলে সভায় জানান। এই অগ্রগতি আরও ত্বরান্বিত করার জন্য তিনি মোদির হাত শক্তিশালী করতে ডা. রাজদীপ রায়কে বিজয়ী করার আহ্বান জানান।

সভায় দলীয় বিধায়ক আমিনুল হক লস্কর বলেন, গত লোকসভা ভোটে সোনাই থেকে ৫৫ হাজার ভোট দেওয়া হয়েছিল সুস্মিতা দেবকে। তিনি জিতেছেন, কিন্তু এলাকার কোন উন্নতি হয়েছে। সেই ভোট বিজেপি পেলে কবীন্দ্র পুরকায়স্থ মন্ত্রী হতেন। পাঁচ বছরে এলাকার চেহারা বদলে যেত। এ বারও মোদি সরকার ক্ষমতায় ফিরছে, এই দাবি করে তিনি বলেন, গত ভোটের ভুল আর করবেন না। এলাকার স্বার্থে রাজদীপ রায়কে জেতানোর অনুরোধ করেন বিধায়ক আমিনুল। শিলচরের বিধায়ক দিলীপকুমার পালও মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker