NE UpdatesHappeningsBreaking News
এক ছাত্রী আক্রান্ত, ফের অরুণাচলে থাবা করোনারOne student infected, COVID-19 sets step again in Arunachal Pradesh
২৫ মে : করোনার কোপে ফের অরুণাচল প্রদেশ। ভাইরাসমুক্ত ঘোষণার মাসখানেক পর আবার রাজ্যে নতুন করে শনাক্ত হল কোভিড-১৯ রোগী। রবিবার দিল্লি ফেরত এক পড়ুয়ার সংক্রমণ ধরা পড়ে। তিনি দিল্লিতে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ১৮ মে বাসে চড়ে বছর তিরিশের এই শিক্ষার্থী রাজ্যে আসেন। এরপরই তাঁকে কোয়ারেন্টাইন করা হয়। ২২ মে তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রবিবার রেজাল্ট আসে পজিটিভ। রাজ্যের স্বাস্থ্য বিভাগ বিষয়টি স্পষ্ট করেছে।
পদস্থ এক স্বাস্থ্য আধিকারিক জানান, এই রোগী নিয়ে অনেক শঙ্কা রয়েছে। কারণ এই পড়ুয়া ছাড়াও বাসে আরও ৩৩ জন যাত্রী ছিলেন। পাশাপাশি উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও অসম হয়ে বাসটি ঢুকেছে রাজ্যে। এটিও দেখার বিষয়। বর্তমানে জেলা ও রাজ্য পর্যায়ের কন্টাক্ট ট্র্যাকিং করে দলের সদস্যরা বাসের বাকি যাত্রীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।
উল্লেখ্য, করোনা ইস্যুতে বহুচর্চিত দিল্লির নিজামুদ্দিন মরকজ থেকে আসা একজনের শরীরে কোভিড-১৯ সংক্রমণ প্রথম শনাক্ত হয় অরুণাচলে। দিনটি ছিল ২ এপ্রিল। তারপর, চিকিৎসায় সুস্থ হয়ে ১৭ এপ্রিল বাড়ি ফেরেন এই রোগী। এরপরই রাজ্যকে সরকারিভাবে করোনামুক্ত ঘোষণা করা হয়। কিন্তু এর স্থায়িত্ব বেশিদিন হয়নি। করোনা আবারও থাবা বসালো অরুণাচল প্রদেশে।