NE UpdatesBarak UpdatesBreaking News

করিমগঞ্জে শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
CM meets with high officials in Karimganj

৮ এপ্রিল : করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত সামাজিক অবস্থান নিরাপদ রেখে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। তিনি বুধবার করিমগঞ্জে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে করোনা ভাইরাস মোকাবিলায় প্রস্তুতি খতিয়ে দেখার সময় এই আবেদন জানান। বুধবার সকালে একদিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকা এসেছেন মুখ্যমন্ত্রী। করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তাঁর কাছাড় জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করার কথা।

Rananuj

করিমগঞ্জে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় এখনও দু’মাসের চাল ও ৩৫ দিনের আলু মজুত রয়েছে। এছাড়া অন্যান্য খাদ্যশস্য পর্যাপ্ত মজুত থাকলেও আরও মজুত ভান্ডার গড়ে তোলার জন্য প্রশাসন থেকে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। বৈঠকে মুখ্যমন্ত্রী বিদ্যুৎ সরবরাহ নিয়মিত রাখতে নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসন মুখ্যমন্ত্রীকে জানিয়েছে, মঙ্গলবার স্যানিটাইজেশনের জন্য তিনজন ব্লিচিং পাউডার এসেছে। ইতিমধ্যে জেলার সব শহর, হাট-বাজার ইত্যাদিতে স্যানিটাইজেশন শেষ হয়েছে। করিমগঞ্জে পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে বলেও মুখ্যমন্ত্রীকে জানানো হয়।

মুখ্যমন্ত্রী এ দিন দোকান, প্রতিষ্ঠান, ব্যাংক, হাট-বাজার ইত্যাদিতে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান। লকডাউনের সময় অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রীর মূল্য যাতে না বাড়ে সেদিকে নজর রাখতেও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকে জেলাশাসক আনবামুথান এমপি জানিয়েছেন, কচুয়াধাম, গিরিশগঞ্জ ও পাথারকান্দি মডেল হাসপাতালকে কোয়ারান্টাইন সেন্টার হিসেবে গড়ে তোলা হয়েছে। বর্তমানে গোটা জেলায় ২৩৩২ জন লোক হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। মুখ্যমন্ত্রীর এই সভায় শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়, আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক কৃষ্ণেন্দু পাল, আজিজ আহমেদ খান, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস প্রমূখ উপস্থিত ছিলেন। এদিকে জেলার বেশ কয়েকটি সংগঠন এ দিন মুখ্যমন্ত্রীর হাতে করোনা তহবিলে অর্থ সাহায্য করার জন্য চেক তুলে দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker