Barak UpdatesBreaking News

মেঘ কাটতেই মুখে হাসি আয়োজকদের, বেরোলেন দর্শনার্থীরা
Clouds pave way to bright sunny weather, devotees comes out pandal hopping

২৮ অক্টোবরঃ অমাবস্যা কবে কয়টায় লাগল, কয়টাতে ছাড়ল, ওই হিসেবের প্রয়োজন নেই। কালীপূজা দেখতে দর্শনার্থীরা পরদিনই বেরোবেন। মানুষ টানতে যারা বড় বাজেট করেন, থিম নিয়ে ভাবেন, তাদের কাছে কালীপূজা দুদিনের। প্রথম দিন পূজো, অঞ্জলি আর প্রসাদবিতরণ। মূল ভাবনা দ্বিতীয় দিন নিয়ে। সে দিনই মানুষ বেরোন মণ্ডপ দেখতে, প্রতিমার সৌন্দর্য নিয়ে চর্চা হয় তখনই। কোথায় কেমন আলোকসজ্জা হল, তারও বিচার হয়।

Rananuj

তাই আকাশ রবিবার সকাল পর্যন্ত যতই প্রতিকূলতার সৃষ্টি করুক, কালীপূজা দর্শনার্থীদের সমস্যা হয়নি। রবিবার বিকেল বা রাতে আর বৃষ্টি হয়নি। ফলে মণ্ডপ প্রস্তুতির ঘাটতি কাটিয়ে নিতে অনেকেরই সমস্যা হয়নি। সোমবার ভোর থেকেই ঝলমলে রোদ। যেমন পুজো আয়োজকদের, তেমনি দর্শনার্থীদের মূল দুশ্চিন্তা ছিল সোমবার নিয়েই। কিন্তু সব আশঙ্কাকে উড়িয়ে নির্মল আকাশ সকলের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছে।

তাই সন্ধ্যা থেকেই ভিড় বাড়ছে জানিগঞ্জ, জিরো বয়েজ ক্লাব, হাসপাতাল রোড, মন্দিরদীঘির পার ও মালু্গ্রাম অঞ্চলে। সঙ্গে শব্দদানবের তাণ্ডব বেড়েছে। দীপাবলীর দিনে বর্ষণ-উদ্বেগের দরুন অনেকে বাজি-পটকা কম করে কিনেছেন। কেউ কেউ কিনে এনে দেখেন, আবাহাওয়ার দরুন শব্দের তীব্রতা প্রত্যাশায় পৌছুচ্ছে না। তাঁরা  সোমবার পোড়াবেন বলে সেগুলি রেখে দিয়েছিলেন। তাতে এ দিন সন্ধ্যা থেকেই চারদিকে শুধু বাজি-পটকার আওয়াজ। সঙ্গে দূষণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker