Barak UpdatesBreaking News

আসাম চুক্তির ৬ নং ধারা এনআরসি-র চেয়ে ভয়ঙ্কর, জনমত গড়ছে পাবলিক ভিউ
Clause 6 of Assam Accord more dangerous than NRC, Public View moulding public opinion

১৭ আগস্টঃ আসাম চুক্তির ৬ নং ধারা এনআরসি-র চেয়ে ভয়ঙ্কর। এনআরসিতে নথি পরীক্ষার নামে লক্ষ লক্ষ অনসমিয়ার নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। আর যারা নাগরিকত্ব পেয়ে যাবেন, তাদের সমস্ত অধিকার কেড়ে নেবে ওই ৬নং ধারার সাহায্যে। অভিযোগ করেছে পাবলিক ভিউ। তারা এ ব্যাপারে জনমত গঠন করে চলেছেন। পরে সবাই  মিলে আন্দোলনে ঝাঁপাবেন। পাবলিক ভিউ-কে একটি সামাজিক গণমাধ্যম বলে দাবি করে নির্মলকুমার দাস, সেহাবউদ্দিন আহমেদ, নেহারুল আহমেদ মজুমদাররা বলেন, প্রাথমিক কাজটা আমরা করে দিচ্ছি। পরে একযোগে বৃহত্তর আন্দোলনে নামতে হবে।

তাদের দাবি, আসাম চুক্তির ৬নং ধারা সংবিধানবিরোধী, মানবতাহীন। এই ধারা বাতিল করতে হবে। এর একটাই লক্ষ্য, এনআরসিতে যে সব অনসমিয়ার নাম থাকবে, তাদের জাতিসত্তা বলতে কিছু থাকবে না। তারা সরকারি চাকরি পাবে না, ভোটে দাঁড়াতে পারবে না। সে জন্য ওইসব ক্ষেত্রে ১০০ শতাংশ সংরক্ষণের প্রস্তাব নিয়ে এগোচ্ছে বিপ্লব কুমার শর্মা নেতৃত্বাধীন কমিটি।

এরা অনসমিয়াদের ভূমির অধিকারও কেড়ে নিতে চাইছে। তাই পাবলিক ভিউ-র দাবি, শর্মা কমিটি বাতিল করা হোক। তাদের প্রস্তাবগুলিকে শুরুতেই খারিজ করা হোক। তাঁরা বলেন, এক জনগোষ্ঠী এ ভাবে সমস্ত জনগোষ্ঠীকে দাবিয়ে রাখতে পারে না। আর ১০০ শতাংশ সংরক্ষণ, এ কেমন কথা ! এ ছাড়া, সংখ্যাগুরুদের জন্য সংরক্ষণ, এও বড় বেমানান।

এ দিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তেজমণি সিং, কনক পাল, নিরঞ্জন দত্ত প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker