Barak UpdatesBreaking News

Clause 6: CRPCC to lauch vigorous movement
৬ নং: আন্দোলন তীব্রতর করবে সিআরপিসিসি

১৬ ফেব্রুয়ারি: আসাম চুক্তির ৬ নং ধারাকে রাজ্যে চাপিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে যে সংশয়, আশংকার সৃষ্টি হয়েছে এই অবস্থায় রাজ্যের ভাষিক সংখ্যালঘুদের অবস্থান স্পষ্টভাবে সরকারের নিকট তুলে ধরতে রবিবার সিআরপিসিসি, আসাম-এর পরিচালন সমিতির এক সভা শিলচরের চিলড্রেন পার্কে অনুষ্ঠিত হয়৷

Rananuj

সংগঠনের কো-চেয়ারম্যান সাধন পুরকায়স্থের পরিচালনায় ওই সভায় পৌরোহিত্য করেন অধ্যাপক তপোধীর ভট্টাচার্য । বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের প্রাক্তন সাংসদ তথা মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব এবং এস ইউ সি আই ( কমিউনিস্ট ) দলের পলিটব্যুরো সদস্য অসিত ভট্টাচার্য । এছাড়াও উপস্থিত ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের পক্ষে গৌতম প্রসাদ দত্ত, সঞ্জীব দেব লস্কর ও অধ্যাপক সৌরীন্দ্র ভট্টাচার্য,  সিপিআই নেতা রফিক আহমেদ, শ্রমিক নেতা নির্মল কুমার দাস, আইনজীবী ইমাদ উদ্দিন বুলবুল, হিউম্যানিটি ফাউন্ডেশনের সভাপতি সিহাব উদ্দিন আহমেদ, অধ্যাপক সমর কান্তি রায়চৌধুরী, রাজেশ কুমার সিংহ, ড. শান্তি কুমার সিংহ, অধ্যাপক অজয় রায় , পার্থ রঞ্জন চক্রবর্তী, সীমান্ত ভট্টাচার্য, প্রদীপ কুমার দেব, ট্রেড ইউনিয়ন নেতা তরুণ নন্দী, আকসা’র উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ প্রমুখ।

নাগরিক সভার শুরুতে সভা আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য । সভায় উপস্থিত বক্তারা বলেন, বর্তমান সংকটজনক পরিস্থিতিতে আসাম চুক্তির ৬ নং ধারাকে রাজ্যে চাপিয়ে দেওয়ার নামে নতুন করে সংরক্ষণ চালুর চেষ্টা করলে জনগণের ঐক্য বিঘ্নিত হবে ,রাজ্যের বিভাজনবাদী শক্তি আরও শক্তিশালী হবে । সভায় উপস্থিত প্রতিনিধিদের বক্তব্য থেকে প্রস্তাব গ্রহণ করা হয়, আগামীতে বৃহৎ পরিসরে বিষয়টি তুলে ধরতে প্রচার চালানো হবে এবং অভিবর্তনের আয়োজন করা হবে। সভায় ব্রহ্মপুত্র উপত্যকার থেকে উপস্থিত ছিলেন আইনজীবী নজরুল ইসলাম লস্কর । সভার শেষে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সংগঠনের কো-চেয়ারম্যান সাধন পুরকায়স্থ ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker