Barak UpdatesBreaking News

পুলিশের সঙ্গে হুজ্জতি, ৩ জওয়ান সহ ধৃত ৪
Clash with police, 4 persons including 3 jawans arrested

৬ অক্টোবর: পুলিশের সঙ্গে তর্ক, ঠেলাধাক্কা ও শেষে মারপিটের ঘটনায় নতুনবাজারে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে৷ তাদের মধ্যে ৩ জনই প্রতিরক্ষা জওয়ান৷ ঘটনা মহাসপ্তমীর রাতে৷ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তখন মিজোরাম থেকে ওই পথ ধরে শিলচরে আসছিলেন৷ পথে সেখানকার পুজোমণ্ডপে তাঁর নামার কথা ছিল৷ মন্ত্রীর কথা শুনে প্রচুর জনতা ভিড় জমান৷ যান নিয়ন্ত্রণে মাঠে নামেন সোনাইর ওসি পিকে ডেকা ও ধলাইর ওসি বি ভার্গব৷

Rananuj

অভিযুক্ত যুবকরা মাঝরাস্তায় দাঁড়িয়েছিল৷ পুলিশ সরে দাঁড়াতে বললে তর্ক জুড়ে দেয় তারা৷ পরে ঠেলাধাক্কা, হাতাহাতি৷ এতে সোনাইর ওসি চোট পান৷ পরে অবশ্য নিরাপত্তা রক্ষীরা ৪জনকেই গ্রেফতার করে৷ ধৃতরা হল: পূরণ সিনহা, প্রণব সিনহা, রণধীর সিনহা ও টিংকু সিং৷ চারজনেরই বাড়ি কাটাখালে৷ তারা সাধারণ পোশাকে পুজো দেখতে বেরিয়েছিল৷ ধৃতদের মধ্যে টিংকু সাধারণ জনতা৷ বাকিরা প্রতিরক্ষা জওয়ান৷ ওসি পিকে ডেকা তাদের বিরুদ্ধে এজাহার দিয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker