NE UpdatesAnalyticsBreaking News

‘অবস্থান স্পষ্ট করুন’, অতুল বরাকে ৭ দিনের সময় মহন্তের
‘Clarify your position’, Mahanta gives 7 d days time to Atul Bora

৮ জানুয়ারি : অগপতে এ বার ভাঙনের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। মঙ্গলবার গুয়াহাটিতে এক সভা ডেকে অগপ নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত দলের সভাপতি অতুল বরা ও অন্য নেতাদের বিরুদ্ধে বিষোদগার করেন। রাখঢাক না রেখে তিনি বলেছেন, ‘যিনি অগপতে রয়েছেন, তাঁকে অগপ দলের ভাবমূর্তি নিয়েই কাজ করতে হবে। অগপতে থেকে বিজেপি করলে হবে না।’ এ দিন নাগরিকত্ব আইন বিরোধী নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে সভা আহ্বান করেছিলেন মহন্ত।

মহন্ত আগে থেকে এ দিন গুয়াহাটির অগপ কার্যালয়ে সভা করার কথা ঘোষণা করেছিলেন। ফলে পরিস্থিতি আঁচ করে সেখানে সকাল থেকে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। কিন্তু কার্যালয় তালাবন্ধ থাকায় শেষপর্যন্ত অসম সাহিত্য সভার সঙ্গীতাচার্য লক্ষীনাথ বরুয়া সদনে সভা আহ্বান করেন মহন্ত। এই সভায় মহন্ত ছাড়াও ছিলেন বৃন্দাবন গোস্বামী, পবীন্দ্র ডেকা সহ বহু নেতা-কর্মী। এই সভাতেই তেজপুরের বিধায়ক তথা দলের প্রতিষ্ঠাতা নেতা বৃন্দাবন গোস্বামী বলেন, নাগরিকত্ব আইন নিয়ে অগপ নেতৃত্ব ৭ দিনের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট না করলে তাদের পদত্যাগ করতে হবে। তিনি আরও বলেন, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের জন্য সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহন্ত এ দিন বলেন, ‘টেলিভিশনের পর্দায় দেখেছি, তাঁরা বলছেন, আমরা এই আইনের বিরোধিতা করছি। এরপরই তাঁদের দেখা গেল, গলায় গামোছা নিয়ে জাগীরোডে বিজেপির সভা করছেন। এটা কী করে হতে পারে?’ তিনি আরও বলেন, অগপ সাংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ্য রাজ্যসভায় নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বক্তব্য রাখার পরই সমর্থনে ভোট দিয়েছেন। মহন্ত এ দিন আরও বলেছেন, রাজনৈতিক চক্রান্তে কয়েকজন বিশেষ ব্যক্তি দিল্লির শরণাপন্ন হয়ে আত্মসমর্পণ করেছেন। তাঁদের সঙ্গে দলের বাকি সদস্যরা মিলে যাবেন না। কেন্দ্র সরকার ভেবেছে, অগপ চুপ করে রয়েছে, আর এটি আঞ্চলিক রাজনৈতিক দল হওয়ার সুবাদে অগপ এর বিরোধিতা করেনি।

অন্যদিকে দলের মুখ্য কার্যালয়ে অগপ নেতা-কর্মীদের প্রবেশ করতে না দেওয়ায় এ দিন অনেকেই প্রতিবাদ মুখর হন। মহন্ত বলেন, সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে কার্যালয়ে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ মোতায়েন করে কার্যালয় তালাবন্ধ করে রাখা মোটেই উচিত হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker