Barak UpdatesBreaking News

নির্মাণ শ্রমিকদের নিয়ে শ্রম দফতরে সিটু
CITU demonstrates with construction workers at Labour Office

৯ জুলাইঃ নির্মাণ শ্রমিকদের দাবি-দাওয়া পূরণে রাজ্যব্যাপী আন্দোলনে ঝাঁপিয়েছে সিটু এবং তাদের নিয়ন্ত্রিত সারা অসম নির্মাণ শ্রমিক ইউনিয়ন। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে কাছাড়ের জেলাসদর শিলচরে বিক্ষোভ প্রদর্শন হয়। পরে শ্রম বিভাগের সহকারী কমিশনারের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। তাদের মুখ্য দাবিগুলির মধ্যে রয়েছে, সরকারি নির্দেশ এবং আইন অনুসারে নির্মাণ শ্রমিকরা নানা ধরনের সরকারি সুযোগ-সুবিধে পাওয়ার অধিকারী। কিন্তু সরকারি পর্যায়ে সে ব্যাপারে কোনও উদ্যোগ নেওয়া হয় না। তাতে নির্মাণ শ্রমিকরা সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। উদাহরণ হিসেবে সিটু নেতারা বলেন, moছেলেমেয়েদের স্কলারশিপের টাকা, হাসপাতালের খরচ ইত্যাদি তাদের দেওয়ার কথা। কিন্তু অনেকেই  সে সব থেকে বঞ্চিত। পেনশন বা বিমার অর্থ সংগ্রহ করতেও তাদের বহু ছোটাছুটি করতে হয়। ফাইল ফেলে রাখা হয় এক বছর, দেড় বছর ধরে। তাই তাদের দাবি, ৩ মাসের মধ্যে ওইসব দাবি পূরণ করতে হবে। নইলে বৃহত্তর আন্দোলনে ঝাঁপাবেন তাঁরা।

Pic Credit:Eagle

সিটু নেতা সুপ্রিয় ভট্টাচার্য বলেন, যারা বিরাট পরিশ্রম করে, মানুষের জন্য দালানবাড়ি তৈরি করে, তাদের বাড়িঘরে ভাঙা চাল দিয়ে বৃষ্টির জল পড়ে। তাই তাদের দাবি, নির্মাণ শ্রমিকদের জন্য সরকার পাকা বাড়ি তৈরির উদ্যোগ নিন।

তাঁর কথায়, দীর্ঘ আন্দোলনের পরে নির্মাণ শ্রমিকদের নাম রেজিস্ট্রেশনের সুযোগ মেলে। ফর্ম পেতে ধরাধরি করতে হয়। কিন্তু এখানে কোনও রেজিস্ট্রেশন অফিস নেই। সে জন্য তাদের গুয়াহাটি ছুটোছুটি করতে হয়। শিলচরের শ্রম বিভাগে একজন কেরানি এবং একটি ল্যাপটপ দিলেও দিনেরাতে কাজ করে ফুরনো মুশকিল।

আরেক শ্রমিকনেতা সমীরণ চক্রবর্তী শ্রম বিভাগের একটি মিনি বোর্ড অফিস শিলচরে স্থাপনের আর্জি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker