Barak UpdatesBreaking News
নির্মাণ শ্রমিকদের নিয়ে শ্রম দফতরে সিটু
CITU demonstrates with construction workers at Labour Office


সিটু নেতা সুপ্রিয় ভট্টাচার্য বলেন, যারা বিরাট পরিশ্রম করে, মানুষের জন্য দালানবাড়ি তৈরি করে, তাদের বাড়িঘরে ভাঙা চাল দিয়ে বৃষ্টির জল পড়ে। তাই তাদের দাবি, নির্মাণ শ্রমিকদের জন্য সরকার পাকা বাড়ি তৈরির উদ্যোগ নিন।
তাঁর কথায়, দীর্ঘ আন্দোলনের পরে নির্মাণ শ্রমিকদের নাম রেজিস্ট্রেশনের সুযোগ মেলে। ফর্ম পেতে ধরাধরি করতে হয়। কিন্তু এখানে কোনও রেজিস্ট্রেশন অফিস নেই। সে জন্য তাদের গুয়াহাটি ছুটোছুটি করতে হয়। শিলচরের শ্রম বিভাগে একজন কেরানি এবং একটি ল্যাপটপ দিলেও দিনেরাতে কাজ করে ফুরনো মুশকিল।
আরেক শ্রমিকনেতা সমীরণ চক্রবর্তী শ্রম বিভাগের একটি মিনি বোর্ড অফিস শিলচরে স্থাপনের আর্জি জানান।