India & World UpdatesAnalyticsBreaking News

Citizenship Bill to be tabled in Rajya sabha on Wednesday
বুধবার রাজ্যসভায় পেশ হবে নাগরিকত্ব সংশোধনী বিল

১০ ডিসেম্বর : গতকাল মধ্যরাতে লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ পাস হয়। বিলটি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় পেশ করেছিলেন। পরে রাতে এটি নাটকীয়ভাবে পাস হয়েছে। বুধবার এই নাগরিকত্ব সংশোধনী বিলটি রাজ্যসভায় পেশ করা হবে। এই বিল লোকসভায় পেশ হওয়ার পর বিলের পক্ষে ৩১১টি ভোট পড়েছে। বিরোধিতা করে পড়েছে মাত্র ৮০টি ভোট। তাই বিল পাস হওয়ার পথে কোনও বাধা সৃষ্টি হয়নি।

এদিকে বিল পাস হতে না হতেই বিলের কপি ছিঁড়ে লোকসভায় প্রতিবাদ জানিয়েছিলেন মিম নেতা আসাদউদ্দিন ওয়েইসি। রাজ্যসভায় বিলটি পাস হতে হলে ২৪৫ জন সদস্যের মধ্যে ১২৩ জন সাংসদের সমর্থনের প্রয়োজন। এখানেই হবে আসল লড়াই। বিজেপি এআইডিএমকের ১১ জন সদস্যদের সঙ্গে কথাবার্তা বলছে। বিজেডির সাত সদস্য এবং ওয়াইএসআরসিপ-র ২ সদস্য এবং টিডিপির ২ সদস্যের সঙ্গে আলোচনা করছে। এছাড়া জেডিইউ, এলজিপির মতো দলগুলির সমর্থন তাদের রয়েছে। সুতরাং বিল পাস করতে খুব বেগ পাওয়ার আভাস এখনও অব্দি নেই।

আগে এদেশের নাগরিকত্ব পেতে গেলে প্রায় ১১ বছর বসবাস করতে হত। প্রায় ছ’ দশক পুরনো এই বিলটিতে সংশোধনী এনে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, শিখ, পার্সি ও খ্রিস্টানরা এ দেশের নাগরিকত্ব পাবেন। এই বিল অনুযায়ী এদেশে ৫ বছর বসবাস করতে হবে। দেশজুড়েই হবে নাগরিকত্ব সংশোধনী বিল। অন্যদিকে, বিল নিয়ে তীব্র বিক্ষোভ চলছে উত্তরপূর্বের রাজ্যগুলিতে। সমর্থন জানায়নি কংগ্রেস, তৃণমূল ও সিপিএম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker