India & World UpdatesBreaking News
নাগরিকত্ব বিল পেশই হয়নি রাজ্যসভায়Citizenship Bill not tabled in Rajya Sabha
এই অঞ্চলের মানুষ দিনভর অপেক্ষায় ছিলেন নাগরিকত্ব বিলের জন্য। কিন্তু যখনই টিভির স্যুইচ অন করা গিয়েছে, দেখা যায়, সংরক্ষণ বিল নিয়েই আলোচনা চলছে। তবে সংসদের এক সূত্রে জানা গিয়েছে, বিজেপির কাছে এই বিল অত্যন্ত সম্মান ও শ্লাঘার বিষয়। তাই তাকে রাজ্যসভার বাজেট অধিবেশনে আলোচনার জন্য আনা হবে। আগামী ৩১ জানুয়ারি বাজেট অধিবেশন শুরু হবে। ভোটের বছরের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
People of this region awaited with great eagerness too see the fate of the Citizenship Bill. Whenever they sat in front of the television set, they could only hear debate going on in Rajya Sabha as regards the upper caste quota bill. However, a source in the Parliament has revealed that the citizenship Bill is very dear to the BJP. It is also a matter of prestige for them. As such, this Bill will be tabled during the Budget Session for discussion. The Budget Session will start on 31 january and will continue till 13 February.