India & World UpdatesHappeningsBreaking News
শ্বাসকষ্ট নিয়ে ফের হাসপাতালে ভর্তি অমিত শাহ
Home Minister Amit Shah admitted to AIIMS

১৮ আগস্ট : করোনা থেকে মুক্তি পেয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার রাতেই তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুত্রের খবর অনুযায়ী, প্রবল শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। উল্লেখ্য, ২ আগস্ট অমিত শাহ করোনা আক্রান্ত হন বলে জানা যায়। সেই সময় তিনি টুইটারে তিনি লিখেছিলেন, গত কয়েকদিন ধরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় টেস্ট করান তিনি। তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি জানান, তাঁর শারীরিক অবস্থা ভালোই আছে। তবু, চিকিত্সকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
এদিকে হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পর সোমবার রাতে ফের তিনি হাসপাতালে ভর্তি হন। আপাতত তাঁকে চিকিতসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। ডাক্তার রণদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে একটি দল তাঁর দেখাশোনার দায়িত্বে রয়েছে। প্রতিমুহূর্তে তাঁর স্বাস্থ্যের প্রতি নজর রাখা হচ্ছে।