Barak UpdatesBreaking News
জমি কেলেঙ্কারি মামলায় সার্কল অফিসার গ্রেফতারCircle Officer arrested for involvement in land scam
২৪ জুনঃ করিমগঞ্জে ল্যান্ডপোর্ট অথরিটির জমি কেলেঙ্কারি মামলায় দেড়গাঁওয়ের সার্কল অফিসার হোমেন গোঁহাই বরুয়াকে গ্রেফতার করা হয়েছে। সুতারকান্দিতে স্থলবন্দর নির্মাণের জন্য জমি কেনার সময় তিনিই করিমগঞ্জের সার্কল অফিসার ছিলেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের হেফাজতে নিয়েছে।
করিমগঞ্জের সুতারকান্দিতে স্থলবন্দর নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত হলে ল্যান্ডপোর্ট অথরিটি অব ইন্ডিয়া ৬ কোটি টাকার জমি কেনে। অভিযোগ, মূল মালিকদের অন্ধকারে রেখে অন্যের নামে জাল নথি তৈরি করে পুরো টাকা হাতিয়ে নেয় কয়েকজন সরকারি কর্মী ও অফিসার। জমিতে নির্মাণকাজ শুরু হলে প্রকৃত মালিকরা বিস্মিত হন। খোঁজখবর করতে গেলে সেটেলমেন্ট অফিস থেকে জানিয়ে দেওয়া হয়, সে সব জমি তাদের নয়। যাদের জমি তারা সরকারের কাছে বিক্রি করে দিয়েছেন। মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। জমির দলিল, পরচা সমস্ত কিছু দিয়ে তাঁরা থানায় মামলা করেন।
তদন্তে নেমে পুলিশ গত ২০ জুন সেটেলমেন্ট অফিসের দুই কর্মীকে গ্রেফতার করে। ধৃত সিনিয়র কানুনগো প্রাণজিত মালাকার ও আমিন প্রণীত নাথকে জেরার ভিত্তিতেই সোমবার দেড়গাঁও থেকে ডেকে আনা হয় করিমগঞ্জের ততকালীন সার্কল অফিসার হোমেন গোঁহাই বরুয়াকে। কোনও প্রশ্নের সদুত্তর দিতে না পারায় পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে তোলে। বিচারক দুইদিনের জন্য ধৃত সার্কল অফিসারকে পুলিশি জিম্মায় রাখার নির্দেশ দেন।
এ দিকে, করিমগঞ্জ জেলা বিজেপির এক সূত্রে জানা গিয়েছে, স্থলবন্দরের অফিসগৃহ উদ্বোধনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি ২৬ জুন আসার ব্যাপারে সম্মতি জানিয়েছিলেন। কিন্তু জমি কেলেঙ্কারি মামলা সামনে আসতেই ল্যান্ডপোর্ট অথরিটি উদ্বোধনী কর্মসূচি আপাতত স্থগিত রাখে। তাতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছেন বলে সূত্রটি জানিয়েছেন। তাঁর কথা, তিনি পুলিশকে উপযুক্ত তদন্তক্রমে সমস্ত দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।