Barak UpdatesBreaking News

বর্ষবরণের রাতে অসহায়দের পাশে ছন্দনীড়
Chhandanir stands besides the needy on the eve of new year

২ জানুয়ারি : একদিকে ইংরেজি নববর্ষ পালনের হুল্লোড়, অন্যদিকে কোনও দোকানের বারান্দায় শীতের রাতে শুয়ে থাকা অসহায় এক বৃদ্ধ। ব্যস্ত সমাজ তার দিকে ফিরেও তাকায় না। শিলচর শহরের আনাচে কানাচে ঘুরলেই এমন অনেককে চোখে পড়বে। কিন্তু এ বার ২০১৯ সালকে বরণ করতে শহর যখন উৎসব মুখর, তখন এই অসহায় মানুষের পাশে দাড়াল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছন্দনীড়।

সংস্থার সদস্যরা এ দিন রাত বারোটায় বেরিয়ে শহরের তারাপুর থেকে শুরু করে মেডিক্যাল কলেজ পর্যন্ত মোট ৩০ জন অসহায় ব্যক্তিকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। তাঁরা এই অভিযান শুরু করেন রেলস্টেশন থেকে। স্টেশনেই প্রায় দশজনের হাতে কম্বল তুলে দেন। এরপর সেন্ট্রাল রোড, প্রেমতলা, হাসপাতাল রোড, রাঙ্গিরখাড়ি, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট হয়ে তাঁরা সোজা চলে যান মেডিক্যাল কলেজ চত্বরে।

প্রসঙ্গত, এভাবে দুস্থদের সহায়তায় বিভিন্ন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ছন্দনীড়। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলেও এই সংগঠন কিছু ব্যতিক্রমী ভূমিকা নেয়। একবার শ্মশানের চণ্ডালকে দিয়েও এক সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন করেছিল ছন্দনীড়। অন্ধশিল্পীকে মাথা গোঁজার ঠাই করে দেওয়ার পাশাপাশি রাস্তায় গান গেয়ে ঘুরে বেড়ানো লোকশিল্পীকে দিয়ে সংকলনও প্রকাশ করেছে।

এ দিন ছন্দনীড়ের এই প্রতিনিধি দলে ছিলেন মুক্তা দাস, পুষ্পাঞ্জলি দাস, ভাস্কর দাস, কানাইলাল দাস, সুশান্ত চক্রবর্তী, শুভাশিস চৌধুরী, শান্তনু চৌধুরী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker