India & World Updates

ভারতীয় সেনায় রদবদল, মিলিটারি অপারেশনে নতুন পদ
Changes made in Indian Army, new post created for military operation

৮ মার্চ : সীমান্তে একের পর এক সংঘর্ষবিরতির ঘটনার মধ্যেই ভারতীয় সেনায় বড়সড় রদবদল করল কেন্দ্র সরকার। দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ সতর্কতা নিয়েছে সেনাবাহিনী। এরই মধ্যে আর্মি হেডকোয়ার্টার থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হল ২২৯ জন সেনা অফিসারকে। এছাড়া মিলিটারি অপারেশনের ডেপুটি চিফ হিসেবে একটি নতুন পদও তৈরি করা হয়েছে। নজরদারি ও মানবাধিকার সংক্রান্ত বিষয়ের জন্য নতুন শাখা গঠন করা হয়েছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

বিভিন্ন দিক খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে দেশের সুরক্ষা আরও মজবুত করা যায়। সেনাবাহিনীর এই সংস্কারে সায় দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। সেনা হেড কোয়ার্টার্স থেকে যে সব অফিসারদের অন্যত্র সরানো হয়েছে, তাদের চিন ও পাক সীমান্তে মোতায়েন করা হচ্ছে। এছাড়া ডেপুটি চিফ হিসেবে যে পোস্ট তৈরি করা হয়েছে তার দায়িত্বে থাকছে মিলিটারি ইন্টেলিজেন্স, স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও অপারেশনাল লজিস্টিক।

অন্যদিকে ভবিষ্যতে যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে হাইব্রিড ওয়ারফেয়ার ও সোশ্যাল মিডিয়ার জন্য বিশেষ ইনফরমেশন ওয়ারফেয়ার উইং তৈরির সিদ্ধান্ত নিয়েছেন সীতারমণ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker