Barak UpdatesBreaking News
দুলাল পালের মৃত্যুঃ সোমবার শিলচরে প্রতিবাদী সভাDulal Paul’s death: Protest demonstration at 4.30 PM, Monday at Silchar
১৯ অক্টোবরঃ তেজপুর ডিটেনশন ক্যাম্পে দুলাল পালের মৃত্যু নাড়িয়ে দিয়েছে শিলচরের বিবেককেও। এখানেও প্রতিবাদী সভার আয়োজন করা হয়েছে। একাংশ সচেতন নাগরিক আগামী সোমবার বিকেল সাড়ে চারটায় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ওই সভার আয়োজন করেছে।
তাদের অভিযোগ, অন্যায়ভাবে বিনা বিচারে ভারতীয় নাগরিকদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে। সেখানে একের পর এক বন্দি বিনা চিকিতসায়, মানসিক অবসাদে মারা যাচ্ছেন। দুলাল পাল তাদেরই একজন। বিদেশি তকমা নিয়েই তাদের মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। এর দরুন প্রাণ দিয়েও তিনি তাঁর উত্তরসূরিদের সন্দেহভাজন তালিকা থেকে বের করতে পারেন না।
তাই তাঁরা দাবি ওঠাতে চান, ডিটেনশন ক্যাম্পে থাকা ব্যক্তিদের মুক্তি দেওয়া হোক। আদালতে সাধারণ বিচার প্রক্রিয়ায় তাদের বিচার চলুক। এনআরসি-ছুটদের ফরেনার্স ট্রাইব্যুনালে পাঠানো চলবে না। পূর্ণ ন্যায়িক প্রক্রিয়ায় তাদের নাগরিকত্বের পরীক্ষা হোক। এ ছাড়া, বিচারের পুরো খরচ সরকারকে বহন করতে হবে। বিচারের আগে তাদের কোনও নাগরিক অধিকার খর্ব করা যাবে না।