Barak UpdatesBreaking News

চেয়ারম্যান স্যার, আমার স্কুটি চুরির জন্য কি পুরসভা দায়ী নয়?
Chairman Sir, is not Silchar Municipality responsible for my scooty being stolen?

৬ জানুয়ারি : প্রণব পাল। শিলচরের এক যুবক। শহরের শ্যামাপ্রসাদ রোডে থাকা শিলচর পুরসভার পার্কিং এলাকা থেকে তার স্কুটিটি চুরি গেছে। এ নিয়ে সে পুরপতির কাছে নিজের অনুভূতি ব্যক্ত করেছে এই লেখায় —

Rananuj

৩ জানুয়ারি দুপুর ১টা ১৫ মিনিটে আমার সাদা রঙের অ্যাক্টিভা ১২৫ স্কুটি শিলচর শিলংপট্টির ফার্নিসিং পয়েন্টের পাশে থাকা পুরসভার পার্কিং এলাকা থেকে চুরি হয়ে যায়। আমি এ নিয়ে একটি এফ আই আর দায়ের করেছি। কিন্তু আমার প্রশ্ন হল, শিলচর মিউনিসিপ্যালিটি পার্কিং এলাকায় আমাদের যানবাহন গুলো রাখা কতটা নিরাপদ? যারা এই পার্কিং এলাকার দায়িত্বে রয়েছেন, আমাদের দ্বিচক্রযানগুলো দেখে রাখা কি তাঁদের দায়িত্বের মধ্যে পড়ে না?

যানবাহন রাখার জন্য আমরা এর মূল্য দেই এবং এর বিপরীতে একটি বৈধ রশিদও দেওয়া হয়। তাহলে পার্কিং এলাকায় রাখা গাড়িগুলো কি আমরা নিজেরাই দেখে রাখব, না কি পুরসভার হয়ে যারা আমাদের কাছ থেকে অর্থ নিচ্ছেন, সেটা তাঁদের দায়িত্বের মধ্যে পড়ে? তাহলে কেন তাঁরা এমন দায়িত্বহীন কাজ করলেন? পুরসভার খামখেয়ালির জন্য আমার চুরি যাওয়া স্কুটির পুরো দাম আমাকে ফিরিয়ে দেওয়া কি কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে না?

যখন আমরা সময়ের মধ্যে পুরসভার কর জমা দিই না, তার জন্য আমাদের ফাইন দিতে হয়। যদি আমরা নিয়মিত জলের কর দিই না, তখন পুরসভা আমাদের সংযোগ কেটে দেয়। তাহলে এখন যেহেতু পুরসভার পার্কিং এলাকা থেকে যানবাহন দেখাশোনার দায়িত্বে যারা রয়েছেন, তাঁদের খামখেয়ালিতে স্কুটিটি চুরি গেছে, তখন এর দায়ভার কি পুরসভা নিজের ঘাড়ে নেবে না? আমাকে এর ক্ষতিপূরণ কি পুরসভা দেবে না?

সিসিটিভি ফুটেজে আমার স্কুটি চুরির পুরো চিত্র ধরা পড়েছে, এতে দেখা গেছে, চোরের হাতে এটি চুরি করার জন্য অনেক সময় ছিল, কারণ এটি দেখে রাখার জন্য কেউ সেখানে ছিল না। তখন সেই লোকটি কোথায় গেল, যে কোনও ব্যক্তি পার্কিং করার এক সেকেন্ডের মধ্যে এসে পার্কিং ফি-এর রশিদ ধরিয়ে দেয়? আমি বুঝতে পারিনি, তাহলে কি চোরের সঙ্গে পুরসভার একাংশ কর্মীর কোনও যোগসাজশ রয়েছে? পার্কিং ফি দেওয়ার পরও যদি একজনের ভেহিকল ঠিকভাবে নজরে রাখা হল না, তাহলে আদায় করা এই পার্কিং ফি কী কাজে ব্যবহার করা হয়?

এই শহরের একজন নাগরিক হিসেবে আমি এ ব্যাপারে পুরসভার চেয়ারম্যানের কাছ থেকে জবাব চাইছি। স্যার, শুধুমাত্র মানবিক দিক দিয়েই নয়, আইনি দিক দিয়েও পুরসভার দায়িত্ব রয়েছে, অর্থের বিনিময়ে পরিষেবা প্রদান করা। স্যার, আমি বিস্মিত, আমাদের এই শহর কি এখন অভিভাবকহীন হয়ে পড়েছে?

December 6:

Pranab Paul, a youth from Silchar writes about his feeling on his scooty being stolen from Municipal Parking place at Shyamaprasad Road (Shillongpatty, Silchar).

On 3 January at 1:15 pm my Activa 125 (White) scooty was stolen from Municipality Parking area of Shillong patty, Silchar near Furnishing point. In this regard, I have filed an FIR. But my question is how safe it is to leave our vehicle in parking zone earmarked by Silchar Municipal Board (SMB)? Is it not the responsibility of those in-charge of the parking area to take care of our vehicles?

We are charged for parking our vehicles and a valid receipt is also issued against it. So is this our duty to have a look at our vehicles in the parking lot or is it the duty of those people collecting money from us on behalf of SMB? So why this type of irresponsible attitude is exhibited by them?Is it not now the responsibility of SMB to pay me the full amount of my scooty which was lost due to their callousness?

When we fail to pay the Municipal tax in time, we are charged fine for that. If we fail to pay the water tax regularly, then Municipality disconnects our connection. So now when for the fault of those who are in-charge of the parking area my scooty was stolen, should not the Municipality take this blame and offer me full compensation?

The CCTV footage recovered clearly reveals that the thief had enough time to steal my scooty because there was none to take care of it? So where were the persons who comes from nowhere within a second one parks one’s vehicle and asks for parking fees? I cannot understand whether there is any unholy nexus between the thief and some of the staff of the SMB? If even after paying parking fees, one’s vehicle is not taken care of, than what’s the use of paying money for parking?

Read: Scooty stolen from Shillongpatty parking lot in broad daylight

As a citizen of this town, I most respectfully demand a reply from the Chairman of Silchar Municipal Board. Sir, not only as moral responsibility but also it’s the legal duty of SMB to offer service for which you are charging fees. Sir, I wonder, is our town really guardian-less?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker